শিরোনাম
◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ১১:১১ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: গ্লোব অ্যান্ড মেইল কি নাগরিকদের ভোটের আগে ভোট নিয়ে নিজের মতো করে ব্রেইন স্টর্মিং করতে উসকে দিতে চাচ্ছে!

শওগাত আলী সাগর: ’গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকাটিকে বিবেচনা করা হয় কানাডার কর্পোরেট দুনিয়ার আয়না হিসেবে। পত্রিকাটিতে কী গুরুত্ব পাচ্ছে- তা দেখে আঁচ করা যায়, দেশের ব্যবসায়ী শিল্পপতিরা আসলে কী চাচ্ছেন।সেই ‘গ্লোব অ্যান্ড মেইলে’র এডিটর ইন চীফ ডেভিড ওয়ামসলি আজ একটি ইমেইল পাঠিয়েছেন পাঠকদের কাছে। ২০ সেপ্টেম্বরের ফেডারেল নির্বাচনকে সামনে রেখে পত্রিকাটির কিছু পরিকল্পনা পাঠকদের জানানোর জন্য তাঁর এই ইমেইল।

মাইনরিটি সরকার নিয়ে নিজের কোনো সিদ্ধান্তই জবাবদিহি ছাড়া পাশ করাতে পারছিলেন না জাস্টিন ট্রুডো। ফলে কোভিড মহামারীর মধ্যেই অকস্মাৎ নির্বাচনের ঘোষনা দিয়েছেন তিনি। তার স্বপ্ন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে যাওয়া, যাতে কোনো কিছু নিয়েই তাকে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে জবাবদিহি করতে না হয়।

পাঠকদের কাছে পাঠানো ইমেইলে লেখা ’গ্লোব অ্যান্ড মেইলে’র এডিটর ইন চীফ এর একটা লাইন মাথায় একেবারে গেঁথে গেলো যেনো। পাছে অর্থের ভিন্নতা হয়, সে জন্যেই হুবহু ইংরেজীতেই তুলে দেই কথাটা- ‘Journalism is the one thing that can puncture the spin machines.’ গ্লোব অ্যান্ড মেইল কার ’spin machines’কে puncture করতে চায়!

ডেভিড ওয়ামসলি ইমেইলে তার পাঠকদের জানাচ্ছেন, আমাদের পাঠকদের জন্য আমরা খবরের অনুসন্ধান করে যাচ্ছি, আর সেগুলো অবশ্যই এমন রিপোর্ট না, যা আমাদের নেতারা মিডিয়ায় দেখতে চান।আগামী দিনগুলোতে আমরা আপনাদের এবং রাজনৈতিক দলগুলোকে চমকে দিতে চাই। আমাদের দীর্ঘ দিনের ঐতিহ্যই তো সরকারের জন্য ‘এজেন্ডা’ তৈরি করে দেয়া।

ডেভিড জানাচ্ছেন তাঁর গ্লোব অ্যান্ড মেইলের সাংবাদিকদের ডেডিকেটেড একটি টিম সারা দেশে মানুষের কাছে যাবে একটি মাত্র প্রশ্ন নিয়ে- কোন সরকার, কেমন সরকার আপনি চান? কেন চান?

গ্লোব অ্যান্ড মেইল কি নাগরিকদের ভোটের আগে ভোট নিয়ে নিজের মতো করে ব্রেইন স্টর্মিং করতে উসকে দিতে চাচ্ছে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়