শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ১১:০১ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা ও কলামিস্ট আরিফুল হক

আখিরুজ্জামান সোহান: হৃদরোগ, স্পাইন ইনজুরিসহ বার্ধক্যজনিত নানান সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি আছে বর্ষীয়ান অভিনেতা ও কলামিস্ট আরিফুল হক। গত ২৪ জুলাই তিনি কানাডার জুরাভস্কি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বার্ধক্যজনিত নানান সমস্যার কারণে শারীরিকভাবে তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। বারবার তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

বর্ষীয়ান এই অভিনেতা দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে সমান তালে কাজ করেছেন আরিফুল হক। ১৯৬৩ সালে উপমহাদেশের জনপ্রিয় অভিনেতা উত্তম কুমারের সঙ্গে ‘উত্তরায়ণ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হয়। এরপর বাংলাদেশে চলে আসেন তিনি। এখন পর্যন্ত তিনি প্রায় দুই শতাধিক ঢাকাই সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘লালন ফকির’, ‘সারেং বউ’, ‘বড় বাড়ির মেয়ে’, ‘সূর্য কন্যা’, ‘সুন্দরী’, ‘সখি তুমি কার’, ‘কথা দিলাম’, ‘নতুন বউ’, ‘এখনই সময়’, ‘পিতা মাতা সন্তান’, ‘তোমাকে চাই’ ‘দেশপ্রেমিক’, ‘ঘৃণা’, ‘স্বপ্নের নায়ক’ ইত্যাদি।

অভিনয়ের পাশাপাশি তিনি একজন জনপ্রিয় প্রাবন্ধিক ও কলামিস্ট। দৈনিক ইনকিলাব, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংগ্রাম, দৈনিক দিনকাল, সাপ্তাহিক রোববার, বিক্রম, পালাবদল ও প্রেক্ষণসহ বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তিনি প্রবন্ধ লিখে থাকেন।

লেখক হিসেবেও তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- ‘হায়দারাবাদ ট্রাজেডি ও আজকের বাংলাদেশ’, ‘সংস্কৃতির মানচিত্র’, ‘দেশ সমাজ সংস্কৃতি ও রাজনীতি’ ইত্যাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়