শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১, ০৮:৪০ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্ভীক ও আগ্রাসী মনোভাবের জন্য ক্রিকেটার ঋষভ পন্তকে ভীষণ পছন্দ ফারুক ইঞ্জিনিয়ারের

স্পোর্টস ডেস্ক : [২] বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিকূল পরিস্থিতিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস রচনা করে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার জয়ের প্রধান কারিগর হয়ে উঠেন ২৩ বছর বয়সী এক তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। এই তরুণ ভারতীয় উইকেটকিপারেই মজেছেন ফারুখ ইঞ্জিনিয়ার। সময়ের সঙ্গে পন্তের উন্নতি প্রভাবিত করেছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তীকে।

[৩] স্পোর্টস টককে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক জানান, আমি বরাবরই ব্যক্তি ঋষভ পন্তকে পছন্দ করে এসেছি। পন্ত ও (মহেন্দ্র সিং) ধোনি আমাকে নিজের ক্রিকেট কেরিয়ারের কথা মনে করিয়ে দেয়। আমি নিজেও আগ্রাসী উইকেটরক্ষক-ব্যাটসম্যান ছিলাম। তবে আমি মূলত উইকেটকিপিং করতাম, পরে ব্যাটসম্যান ছিলাম। ধোনি ও পন্তের ক্ষেত্রে ব্যাটিংটা ওদের উইকেটকিপিংয়ের আগে আসে। উইকেটকিপার হিসাবে পন্তের দুর্বলতা ছিল, তবে এখন ও আগের থেকে অনেকটাই ভাল হয়েছে।

[৪] পন্তের ঝড়ো ব্যাটিং কার না পছন্দ। অস্ট্রেলিয়ায় গাব্বা টেস্ট জয়ের নায়ক থেকে জেমস অ্যান্ডারসনকে রিভার্স স্কুপ মারা, ভারতের তরুণ উইকেটরক্ষক নিজের সাহসিকতার পরিচয় বহুবার দিয়েছেন। আর পন্তের এই নির্ভীক, আগ্রাসী মনোভাবেই মজেছেন ফারুখ। ব্যাটসম্যান হিসাবে পন্ত অনন্য। ওর মতো আত্মবিশ্বাস খুব কম জনেরই থাকে। অস্ট্রেলিয়ায় ও রিভার্স সুইপ মেরে নিজের শতরান করে। দুটি ক্ষেত্রেই এমন করা সম্ভব। হয় ও চরম নির্বোধ, নয় নির্ভীক। আমি অন্তত ওকে নির্বোধ বলব না। প্রতি ম্যাচের সঙ্গেই ও আরও উন্নতি করছে এবং আগামী বহুবছর ভারতের হয়ে খেলবে।’ মত ফারুখের। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়