শিমুল মাহমুদ: [২] স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা অনুযায়ী, যারা এখনো কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন তারা এসএমএস না পেলেও কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন কার্ড দেখিয়েই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারবেন।
[৩] সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
[৪] তিনি বলেন, যারা কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন তাদের ইতোমধ্যেই এসএমএস চলে যাওয়ার কথা। যাদের ইতোমধ্যেই এসএমএস চলে গেছে তারা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। আর যারা এখনো কোনো কারণে এসএমএস পাননি, তারা কেন্দ্রে ভ্যাকসিন কার্ড নিয়ে গেলেই দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।