তৌহিদুর রহমান :[২] নবীনগর উপজেলার উরখুলিয়া মোহল্লা গ্রামের ভৈরব নদীতে এ ঘটনা ঘটে।
[৩] মৃতরা হলেন, রিয়াদ মিয়া(৩৫) ও তার স্ত্রী রিজা বেগম (৩০)।্ এ নিখোঁজ রয়েছে তাদের কন্যা সন্তান মারিয়া (৭)।
[৪]পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে একই পরিবারের ছয়জন ডিঙ্গি নৌকা করে নদী পারাপারের সময় স্পিডবোর্ডের ঢেউয়ের কারণে তাদের নৌকাটি ডুবে যায়। স্থানীরায় রিয়াদ ও স্ত্রী রিজা ভাসমান মরদেহ নদী থেকে উদ্ধার করে।
[৫] নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশীদ বলেন, নিখোঁজ শিশুকে উদ্ধারের অভিযান চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ