শিরোনাম
◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দুই মেরুতে দুই জোট ◈ আর্জেন্টিনার গোলরক্ষ‌কের বাড়িতে আগুন ও বিস্ফোরণ ◈ ‌টেস্ট ক্রিকে‌টে সাকিব আল হাসান‌কে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাইজুল ◈ ডিসি বদলির ঝড়: নির্বাচন সামনে রেখে প্রশাসনে তীব্র টানাপোড়েন ◈ তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান: অস্ট্রেলিয়ান পার্লামেন্টে মোশন ◈ পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম, আসছে নতুন কর্মসূচি ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন—রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান ইইউর ◈ ফেব্রুয়ারির আগেই নির্বাচন: সার্বিক প্রস্তুতি সম্পন্ন—স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ২১ ট্রিলিয়ন টাকার ঋণ: রাজস্ব ঘাটতি ও বড় প্রকল্পে চাপ বাড়ছে ◈ আমাদের ওপর দাদাগিরি বন্ধ করেন: ভারত সরকারকে মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ১১:২১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ১১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকার নামে টাকা কামানোয় বিশৃঙ্খলা তৈরি হয়েছে: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] রোববার জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ আয়োজিত এক নাগরিক সমাবেশে বিএনপি মহাসচিব এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদের মূল উদেশ্য হলো টাকা কামানো, কমিশন খাওয়া। যে কারণে টিকার কার্যক্রমে অব্যবস্থাপনা তৈরি করে ফেলছে।

[৩] তিনি বলেন, তাদের লোক সালমান এফ রহমানকে দায়িত্ব দিলো টিকা আনবে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে। তিন কোটি টাকা আগাম দিলো সরকার। দেখা গেলো এক কোটি দশ লাখ না বিশ এলো আর টিকা নাই। ভারত বলে দিলো আর টিকা নাই। ফলে কি হয়েছে, এর আগে চীন রাশিয়া এসেছে টিকা দিতে এসেছে তাদের ফেরত দিতে হয়েছে। এখন চীনের পেছনে পেছনে ঘুরে বলছে, চীন আমাদের সবচেয়ে বড় বন্ধু। তারা আমাদের বিপদের দিনে সাহায্য করেছে। তখন কোথায় ছিলেন? তখন তো চীন বা রাশিয়ার সঙ্গে কথাও বলেননি ফেরত দিয়ে দিয়েছেন। আজকে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। জনগণকে ভুল বুঝাছেন। জনগণের দৃষ্টি ভুল বুঝাবার জন্য বিভিন্ন দিকে সমস্যা তৈরি করছেন।

[৪] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলা মানে রাষ্ট্রদ্রোহিতা নয়। এরা (ক্ষমতাসীন দল) সরকার এবং রাষ্ট্রকে এক করে ফেলেছে। সব কিছু দলীয়করণ করে ফেলেছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ একটা দল, যে দলটি কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, জন্ম থেকেই করেনি।

[৫] সুতরাং বাংলাদেশকে আর কোনো মতেই গণতান্ত্রিক দেশ বলা যায় না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে- এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। গত ১৪ বছর যাবৎ সংগ্রাম করছি, লড়াই করছি। এবার জনগণকে সঙ্গে নিয়ে একটি গণঅভ্যুত্থানের কোনো বিকল্প নেই। আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে বিজয় অর্জন করতে চাই। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়