মো: রেদওয়ানুল হক : [২] গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৯ মামলার আসামী ফরহাদসহ ২ জনকে জুয়ার বোর্ড থেকে গ্রেফতার করেছে। ঠাকুরগাঁও গোয়েন্দা শাখার ওসি মোসাব্বেরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
[৩] শনিবার রাতে জেলা শহরের ডিসি বস্তি টাঙ্গন নদীর বালুর চরে জুয়ার বোর্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মুন্সীপাড়া মহল্লার বাচ্চু মিয়ার ছেলে ফরহাদ (৩৩), একই মহল্লার মৃত আবুল কাশেমের ছেলে মোস্তাফিজুর রহমান (২৭) ।
[৪] পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের নামে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ফরহাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দ্রুত বিচার আইনসহ বিভিন্ন আইনে ঠাকুরগাঁও থানায় ৮টি এবং রাণীশংকৈল থানায় ১টি মামলা রয়েছে।
[৫] জেলা গোয়েন্দা শাখার ওসি মোসাব্বেরুল হক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে জুয়া আইনে মামলা হয়েছে। আসামীদের থানা হেফাজতে পাঠানো হয়েছে।