নিজস্ব প্রতিবেদক: অল্টমেট বাস্কেটবল টুর্নামেন্টে অনুর্ধ-১৬, অনুর্ধ-১৮ ও অনুর্ধ-২৩ এ ফ্লেইম বয়েজ ক্লাবের তিনিটি দল অংশগ্রহন করে। টুর্নামেন্টে ২০ অগস্ট অনুর্ধ-১৬ ও অনুর্ধ-১৮ এ ফ্লেইম বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হয়। অনুর্ধ-২৩ এ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত লড়াই করে ফ্লেইম বয়েজ ক্লাব। অনুর্ধ-১৬ তে ফ্লেইম বয়েজ ক্লাব প্রথমে নর্থ বেঙ্গল টিমকে ৭-০ পয়েন্টে হারায়। অতঃপর ব্ল্যাক হকস জুনিয়র(বি.কে.এস.পি) টিমের সাথে এ ফ্লেম বয়েজ ক্লাব ৪-২ পয়েন্টে বিজয়ী হয়।
গ্রুপ পর্বের শেষ ম্যাচ এ ব্ল্যেকি বলার্স এর সাথে ৩-১ পয়েন্টে হেরে গ্রুপ রানার্স আপ হয়ে অনুর্ধ-১৬ এ কোয়ার্টার ফাইনালে উঠে ফ্লেইম বয়েজ।কোয়ার্টার ফাইনালে ফ্লেম বয়েজ ক্লাবের বিপক্ষে মাঠে নামে চাদপুর বাস্কেটবল একাডেমি,যাদের সাথে ৬-৩ পয়েন্টে জিতে।
সেমি ফাইনালে ব্ল্যাক হকস জুনিয়র(বি.কে.এস.পি) এর সাথে হাই ভোল্টেজ ম্যাচ এ ৫-২ পয়েন্টে জিতে ফাইনাল নিশ্চিত করে ফ্লেইম বয়েজের অনুর্ধ-১৬ টিম। ফাইনালে চিমিচাংগাস কে ৬-৪ পয়েন্টে হারিয়ে অনুর্ধ-১৬ এ চ্যাম্পিয়নস হয় ফ্লেইম বয়েজ ক্লাব এর অনুর্ধ-১৬ টিম।
অন্যদিকে ফ্লেইম বয়েজ ক্লাব এর অনুর্ধ-১৮ টিম অপরাজিত চ্যাম্পিয়ন হয়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ এ আলফা স্পোর্টিং ক্লাব কে ৩-২ এ হারায় ফ্লেইম বয়েজ ক্লাব।গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ এ চিমিচাংগাস কে ৫-৩ এ হারিয়েছে ফ্লেইম বয়েজ ক্লাব। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউ.কে.এস কে ৭-১ এ হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফ্লেইম বয়েজ ক্লাব।
কোয়ার্টার ফাইনালে ফ্লেইম বয়েজ ক্লাব ৭-৫ এ চাটগাইয়া বলার্স কে হারিয়ে সেমিফাইনাল এ উঠে ফ্লেইম বয়েজ ক্লাব। চিমিচাংগাস কে ১০-৫ এ হারিয়ে ফাইনালে ফ্লেইম বয়েজ ক্লাব ও দি হাউস মুখোমুখি হয়। নিজেদের ফাইনাল ম্যাচে ১৪-৮ এ উড়িয়ে দিয়ে অনুর্ধ-১৮ তে অপরাজিত চ্যাম্পিয়নসিপ নিশ্চিত করে ফ্লেইম বয়েজ ক্লাব এর অনুর্ধ-১৮ দল।