শিরোনাম
◈ মো‌দি আমার বন্ধু, শাহবাজ উদার ম‌নের মানুষ, ভারত-পাকিস্তান সুন্দরভাবে একসঙ্গে চলবে: ট্রাম্প ◈ ১৪ মাসে ১৪ বার সদলবলে বিদেশ সফর, এবার প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ সব সরকারি কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন, পরীক্ষাও স্থগিত ◈ সি‌রিজ হারা‌নোর লজ্জা নি‌য়ে এবার হোয়াটওয়াশ এড়াতে আফগা‌নিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ  ◈ ঢাকা মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা জোরদার, যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত সোয়াট টিম ◈ পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার উঠ‌লো বিশ্বকা‌পে ◈ জর্ডা‌নের স‌ঙ্গে ড্র কর‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ১৪ বছরের বৈভব পে‌লেন র‌ঞ্জি ট্রফি‌তে সহঅধিনায়কের দায়িত্ব  ◈ শিবির সমর্থিত প্যানেলের জন্য আনা ৮০০ প্যাকেট খাবার ফেরত পাঠাল রাকসু নির্বাচন কমিশন ◈ চীনের উত্থানে বদলে যাচ্ছে আঞ্চলিক অর্থনীতি: বাংলাদেশের কৌশল কী?

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০১:৫০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান মামুন: দেশ পরিচালনার পথটি যুদ্ধজয়ের চেয়েও অনেক বেশি বন্ধুর

হাসান মামুন: ২০ বছর কম সময় তো নয়। আর সেটা নতুন এক শতাব্দীর সূচনাকাল। এ দীর্ঘ সময়ে আফগানিস্তানের ঘটনাবলী থেকে আশরাফ ঘানি, তার সহযোগী ও সহমতীরা কোনো শিক্ষা না নিয়ে কেবল লুটপাটে নিমগ্ন থাকলেও থাকতে পারে; কিন্তু আমেরিকা শিক্ষা নিয়েছে নিশ্চয়ই আর শিক্ষা নেওয়ার কথা তালেবানের। তারা তো এর আগেও শাসক হয়ে উঠেছিল। ‘মুক্তাঞ্চল’ গড়ে সেখানেও এক ধরনের প্রশাসন পরিচালনা করেছে। সেক্ষেত্রে সমালোচনাই বেশি হয়েছে তাদের। তালেবানের ব্যাপারে ভীতিও ছড়িয়েছে বেশি। তারপর টানা ২০ বছর যুদ্ধে জড়িয়ে থাকায় একটা শিক্ষা তো তাদের হওয়ার কথা।

দুনিয়া বদলেছে এ সময়ে অনেক। আফগানিস্তানেও নানা ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছেÑ সেটা পশ্চিমা প্রভাবে হলেও। এগুলোকে বিবেচনায় নিয়েই টিকে থাকতে হবে তাদের। ‘ইনক্লুসিভ’ হওয়ার কথা কেবল মুখে বললে হবে না। ধর্ম যতোখানি অনুমোদন করে, তার চেয়েও বেশি ইনক্লুসিভ হওয়ার প্রয়োজনীয়তার মুখে তাদের পড়তে হতে পারে। আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সমঝোতা করেও তো পথ চলতে হবে। দখলদার বাহিনী ও এর অনুগত সরকারকে হটিয়ে দেওয়ার জন্য প্রশংসা তারা দেশের বাইরে থেকেও পাচ্ছে।

এখন দেশের মানুষকে যদি মোটামুটি আস্থায়ও নিতে না পারে, ন্যূনতম শৃঙ্খলা ও সুশাসন দিতে ব্যর্থ হয়; তাহলে সে প্রশংসা মিলিয়ে যাবে। অতীতের গুরুতর ভুলগুলো করার কোনো সুযোগ তাদের নেই। সেক্ষেত্রে সাধারণ আফগানদের সঙ্গে তাদেরও কম মাসুল গুণতে হবে না। দেশ পরিচালনার পথটি যুদ্ধজয়ের চেয়ে অনেক বেশি বন্ধুর এর প্রমাণ তো অনেক ক্ষেত্রেই মিলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়