শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৯:৫৮ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণমাধ্যমের উপর ক্ষিপ্ত ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক: [২] লিওনেল মেসির সঙ্গে পিএসজির ঐতিহাসিক চুক্তির পরই গণমাধ্যমে প্রকাশ হয় ক্রিস্টিয়ানো রোনালদোকেও চান ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি। তবে সেটির সত্যতা যাছাইয়ের আগেই চারদিকে ছড়িয়ে পড়ে রোনালদো ফিরছেন তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে। গণমাধ্যমের এমন অহেতুক খবরে বেজায় নাখোশ হয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

[৩] রোনালদো বলেন, আমি নীরবতা ভেঙে এখন এটা বলতে চাই আমার নাম নিয়ে আর কোন খেলা আমি সহ্য করবোনা। আমি আমার ক্যারিয়ার এবং কাজে মনোযোগী আছি। চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমি প্রতিশ্রুতি-বদ্ধ এবং নিজেকে প্রস্তুত করছি।

[৪] সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবেই নিজের বক্তব্য স্পষ্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জানিয়ে দিয়েছেন তাকে নিয়ে অহেতুক এই আলোচনা আর সহ্য করবেন না।

[৫] এদিকে তার রিয়াল মাদ্রিদে যাওয়ার খবর উড়িয়ে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। টুইটারে দ্রুত প্রতিক্রিয়া জানালেন আনচেলত্তি, ক্রিস্টিয়ানো রিয়াল মাদ্রিদের একজন লিজেন্ড এবং তার জন্য আমার অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। কিন্তু আমি কখনো তার সঙ্গে আবার চুক্তির কথা বিবেচনা করিনি। আমরা সামনে তাকিয়ে।

[৬] রিয়াল মাদ্রিদে সেরা সময় কাটিয়েছেন রোনালদো। সাবেক ক্লাব নিয়ে রোনালদো বলেন, রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা হয়ে গেছে। এগুলো রেকর্ড আছে সংখ্যায়, ট্রফিতে, টাইটেল ও শিরোনামে। বার্নাব্যুর জাদুঘরে এবং আমার ক্লাবের ভক্তদের স্মৃতিতেও আছে। এই নয় বছরে আমি যা অর্জন করেছি তার বাইরেও তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক ছিল। যা আমি আজও ধরে রেখেছি এবং সব সময় এটি আমি স্মরণ করব। আমি জানি রিয়েল মাদ্রিদ ফ্যানরা সব সময় আমাকে তাদের হৃদয়ে রাখবে এবং আমিও তাদের মনে রাখব। - টুইটার / মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়