শিরোনাম
◈ এখন থে‌কে নতুন না‌মে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু, ৭০ বছর পর নাম বদল  ◈ সোশ্যাল মিডিয়া আসক্তি কমাচ্ছে ঘুমের মান, বাংলাদেশি তরুণদের নিয়ে নেচার অ্যান্ড সায়েন্স অব স্লিপ এর নতুন গবেষণা ◈ ইংল‌্যা‌ন্ডের কার্ডিফে ২০২৮ সা‌লের ইউরো ফুটবল শুরু, ফাইনাল ওয়েম্বলিতে ◈ ভারত-দ‌ক্ষিণ আ‌ফ্রিকা টেস্ট চলাকালীন দর্শকদের মধ্যেই মিশে থাকবে পুলিশ, দিল্লি বিস্ফোরণের পর ইডেনে নজিরবিহীন নিরাপত্তা  ◈ বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র আড়াইহাজার ◈ তিন ঝুঁকিতে বাংলাদেশ: সতর্ক করলো আইএমএফ ◈ ফ্ল্যাট বা জমি হস্তান্তরে ফি নিলে ডেভেলপারদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারের প্রজ্ঞাপন ◈ চার বিভাগে নতুন কমিশনার ◈ একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি ◈ ৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৯:৫৮ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৯:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণমাধ্যমের উপর ক্ষিপ্ত ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক: [২] লিওনেল মেসির সঙ্গে পিএসজির ঐতিহাসিক চুক্তির পরই গণমাধ্যমে প্রকাশ হয় ক্রিস্টিয়ানো রোনালদোকেও চান ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি। তবে সেটির সত্যতা যাছাইয়ের আগেই চারদিকে ছড়িয়ে পড়ে রোনালদো ফিরছেন তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে। গণমাধ্যমের এমন অহেতুক খবরে বেজায় নাখোশ হয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

[৩] রোনালদো বলেন, আমি নীরবতা ভেঙে এখন এটা বলতে চাই আমার নাম নিয়ে আর কোন খেলা আমি সহ্য করবোনা। আমি আমার ক্যারিয়ার এবং কাজে মনোযোগী আছি। চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমি প্রতিশ্রুতি-বদ্ধ এবং নিজেকে প্রস্তুত করছি।

[৪] সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবেই নিজের বক্তব্য স্পষ্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জানিয়ে দিয়েছেন তাকে নিয়ে অহেতুক এই আলোচনা আর সহ্য করবেন না।

[৫] এদিকে তার রিয়াল মাদ্রিদে যাওয়ার খবর উড়িয়ে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। টুইটারে দ্রুত প্রতিক্রিয়া জানালেন আনচেলত্তি, ক্রিস্টিয়ানো রিয়াল মাদ্রিদের একজন লিজেন্ড এবং তার জন্য আমার অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। কিন্তু আমি কখনো তার সঙ্গে আবার চুক্তির কথা বিবেচনা করিনি। আমরা সামনে তাকিয়ে।

[৬] রিয়াল মাদ্রিদে সেরা সময় কাটিয়েছেন রোনালদো। সাবেক ক্লাব নিয়ে রোনালদো বলেন, রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা হয়ে গেছে। এগুলো রেকর্ড আছে সংখ্যায়, ট্রফিতে, টাইটেল ও শিরোনামে। বার্নাব্যুর জাদুঘরে এবং আমার ক্লাবের ভক্তদের স্মৃতিতেও আছে। এই নয় বছরে আমি যা অর্জন করেছি তার বাইরেও তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক ছিল। যা আমি আজও ধরে রেখেছি এবং সব সময় এটি আমি স্মরণ করব। আমি জানি রিয়েল মাদ্রিদ ফ্যানরা সব সময় আমাকে তাদের হৃদয়ে রাখবে এবং আমিও তাদের মনে রাখব। - টুইটার / মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়