সোহাগ হাসান : [২] বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি-অটোরিক্সা মুখোমুখী সংঘর্সে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ৫ জন।
[৩] বুধবার (১৮ আগস্ট) দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
[৪] হাটিকুমরুল হাইওয়ে থানার ইনচার্জ শাহজাহান জানান, দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ বকুলতলা এলাকায় ২টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্যাংকলড়ি সিএনজি ২ টিকে চাপা দিলে ঘটনাস্থলে দুজন সিএনজি যাত্রী নিহত হয়।
[৫] এ সময় আহত হয় অন্তত ৫ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।