শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার হাসপাতালে ২০ শতাংশ রোগী কমলেও বেড়েছে মৃত্যু ও শনাক্ত

শিমুল মাহমুদ, সাদেক আলী: [২] মঙ্গলবার সারাদেশে নতুন করে আরো ৭ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মঙ্গলবার মারা যাওয়া ১৯৮ জনকে নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৪ হাজার ৫৪৭ জন। সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৮ জনের মধ্যে ১১৬ জন পুরুষ ও ৮২ জন নারী। সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জন মারা গেছেন। রংপুর বিভাগে এ সময়ে সবচেয়ে কম ছয় জনের মৃত্যু হয়েছে।

[৪] এ ছাড়া, খুলনা বিভাগে ২৬ জন, সিলেট বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে নয় জন, ময়মনসিংহ বিভাগে আট জন, বরিশাল বিভাগে সাত জন মারা গেছেন।

[৫] বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৭১ শতাংশ।

[৬] স্বাস্থ্য অধিপ্তরের তথ্য মতে, ঢাকার সরকারি-বেসরকারি মিলিয়ে কোভিড ডেটিকেটেট ৩৬ হাসপাতালের ৬৩৩৪ টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ৩১৬৬ টি। ৮৯৩ আইসিইউ শয্যার মধ্যে খালি ২৭৬ টি। এর মধ্যে সরকারি ৩০ টি বেসরকারি ২৪৬টি। ৭০১ টি এইচ ডিইউ শয্যার মেেধ্য খালি আছে ২০৪ টি, সরকারি ৮২ টি ও বেসরকারিতে ১২২ টি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়