শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার হাসপাতালে ২০ শতাংশ রোগী কমলেও বেড়েছে মৃত্যু ও শনাক্ত

শিমুল মাহমুদ, সাদেক আলী: [২] মঙ্গলবার সারাদেশে নতুন করে আরো ৭ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মঙ্গলবার মারা যাওয়া ১৯৮ জনকে নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৪ হাজার ৫৪৭ জন। সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৮ জনের মধ্যে ১১৬ জন পুরুষ ও ৮২ জন নারী। সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জন মারা গেছেন। রংপুর বিভাগে এ সময়ে সবচেয়ে কম ছয় জনের মৃত্যু হয়েছে।

[৪] এ ছাড়া, খুলনা বিভাগে ২৬ জন, সিলেট বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে নয় জন, ময়মনসিংহ বিভাগে আট জন, বরিশাল বিভাগে সাত জন মারা গেছেন।

[৫] বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৭১ শতাংশ।

[৬] স্বাস্থ্য অধিপ্তরের তথ্য মতে, ঢাকার সরকারি-বেসরকারি মিলিয়ে কোভিড ডেটিকেটেট ৩৬ হাসপাতালের ৬৩৩৪ টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ৩১৬৬ টি। ৮৯৩ আইসিইউ শয্যার মধ্যে খালি ২৭৬ টি। এর মধ্যে সরকারি ৩০ টি বেসরকারি ২৪৬টি। ৭০১ টি এইচ ডিইউ শয্যার মেেধ্য খালি আছে ২০৪ টি, সরকারি ৮২ টি ও বেসরকারিতে ১২২ টি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়