শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার হাসপাতালে ২০ শতাংশ রোগী কমলেও বেড়েছে মৃত্যু ও শনাক্ত

শিমুল মাহমুদ, সাদেক আলী: [২] মঙ্গলবার সারাদেশে নতুন করে আরো ৭ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মঙ্গলবার মারা যাওয়া ১৯৮ জনকে নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৪ হাজার ৫৪৭ জন। সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৮ জনের মধ্যে ১১৬ জন পুরুষ ও ৮২ জন নারী। সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জন মারা গেছেন। রংপুর বিভাগে এ সময়ে সবচেয়ে কম ছয় জনের মৃত্যু হয়েছে।

[৪] এ ছাড়া, খুলনা বিভাগে ২৬ জন, সিলেট বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে নয় জন, ময়মনসিংহ বিভাগে আট জন, বরিশাল বিভাগে সাত জন মারা গেছেন।

[৫] বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৭১ শতাংশ।

[৬] স্বাস্থ্য অধিপ্তরের তথ্য মতে, ঢাকার সরকারি-বেসরকারি মিলিয়ে কোভিড ডেটিকেটেট ৩৬ হাসপাতালের ৬৩৩৪ টি সাধারণ শয্যার মধ্যে খালি রয়েছে ৩১৬৬ টি। ৮৯৩ আইসিইউ শয্যার মধ্যে খালি ২৭৬ টি। এর মধ্যে সরকারি ৩০ টি বেসরকারি ২৪৬টি। ৭০১ টি এইচ ডিইউ শয্যার মেেধ্য খালি আছে ২০৪ টি, সরকারি ৮২ টি ও বেসরকারিতে ১২২ টি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়