শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৪:১২ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুধবার ঢাকা শহরে বিক্ষোভ করবে বিএনপি

শিমুল মাহমুদ: [২] রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলটির নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার অভিযোগে এর প্রতিবাদে কর্মসূচি দিয়েছে বিএনপি। বুধবার রাজধানীর সকল থানায় বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

[৩] ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

[৪] সালাম বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে। এটা আমাদের কবর জিয়ারতের কর্মসূচি ছিল। এই হামলার প্রতিবাদে আগামীকাল ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ করবে প্রতিবাদ মিছিল হবে।

[৫] হামলার ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করতে গিয়ে সালাম বলেন, আমরা এখনো আন্দোলন শুরু করিনি সরকার আমাদের প্রতিবাদের দিকে ঠেলে দিচ্ছে। সরকারকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

[৬] পুলিশের হামলার ঘটনায় আহতদের সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও সালাম বলেন, অসংখ্য আহত হয়েছে এবং গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত আমরা সম্পূর্ণ তথ্য পায়নি।

[৭] এই হামলার সময় পরিকল্পনা সচিব এর গাড়ি ভাংচুরের ঘটনায় সালাম বলেন, এটা সরকারের সাজানো ঘটনা, সরকার ভাঙচুর করেছে । আমাদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালামের গাড়িও ভাঙচুর করা হয়েছে।

[৮] সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক,সুলতান সালাউদ্দিন টুকু, শ্রমিকদল যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদ আলম, ছাত্রদল কেন্দ্রীয় নেতা সেলিনা সুলতানা নিশীতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়