শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৮:২৮ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রুটের অসাধারণ ইনিংসে লর্ডস টেস্টে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের লিড

স্পোর্টস ডেস্ক: [২] অধিনায়ক জো রুটের অসাধারণ ইনিংসে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের ৩৬৪ রানের বিপরীতে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছে ৩৯১ রান। রুট খেলেছেন ১৮০ রানের অপরাজিত ইনিংস।

[৩] শনিবার (১৪ টেস্টের তৃতীয় দিনে রুটকে ভালো সাপোর্ট দিয়েছেন জনি বেয়ারস্টো। দুই বছর পর যিনি টেস্টে ফিফটির দেখা পেয়েছেন। খেলেছেন ৫৭ রানের ইনিংস। মইন আলি (২৭) এবং জস বাটলারের (২৩) সঙ্গেও ভালো জুটি হয়েছে রুটের। চতুর্থ উইকেটে রুট-বেয়ারস্টো যোগ করেন ১২১ রান। পঞ্চম উইকেটে বাটলারের সঙ্গে ৫৪ ও ষষ্ঠ উইকেট জুটিতে মইন আলির সঙ্গে ৫৮ রান যোগ করেন রুট।

[৪] এক পর্যায়ে বড় লিডের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু মইন এবং স্যাম কারেনকে পর পর দুই বলে ফিরিয়ে ইংলিশদের সেই আশা মাটি করেন ইশান্ত শর্মা। তাতে ম্যাচে ফিরে ভারত। তবে ইংলিশদের লিড ঠেকানো যায়নি। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ৪টি, ইশান্ত শর্মা ৩টি এবং মোহাম্মদ শামি ২ উইকেট নেন। রবিবার ভারত তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে।

[৫] জো রুট এদিন টেস্ট ক্যারিয়ারে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। ট্রেন্ট ব্রিজে ঠিক আগের টেস্টেও সেঞ্চুরি করেছিলেন তিনি। সব মিলিয়ে এই বছর ১০ টেস্টে ৫ সেঞ্চুরি হয়ে গেল তার। আর কোনো ইংলিশ অধিনায়ক এক পঞ্জিকা বর্ষে এতগুলো টেস্ট সেঞ্চুরি করতে পারেননি। - ক্রিকইনফো/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়