শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৮:২৮ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রুটের অসাধারণ ইনিংসে লর্ডস টেস্টে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের লিড

স্পোর্টস ডেস্ক: [২] অধিনায়ক জো রুটের অসাধারণ ইনিংসে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের ৩৬৪ রানের বিপরীতে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছে ৩৯১ রান। রুট খেলেছেন ১৮০ রানের অপরাজিত ইনিংস।

[৩] শনিবার (১৪ টেস্টের তৃতীয় দিনে রুটকে ভালো সাপোর্ট দিয়েছেন জনি বেয়ারস্টো। দুই বছর পর যিনি টেস্টে ফিফটির দেখা পেয়েছেন। খেলেছেন ৫৭ রানের ইনিংস। মইন আলি (২৭) এবং জস বাটলারের (২৩) সঙ্গেও ভালো জুটি হয়েছে রুটের। চতুর্থ উইকেটে রুট-বেয়ারস্টো যোগ করেন ১২১ রান। পঞ্চম উইকেটে বাটলারের সঙ্গে ৫৪ ও ষষ্ঠ উইকেট জুটিতে মইন আলির সঙ্গে ৫৮ রান যোগ করেন রুট।

[৪] এক পর্যায়ে বড় লিডের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু মইন এবং স্যাম কারেনকে পর পর দুই বলে ফিরিয়ে ইংলিশদের সেই আশা মাটি করেন ইশান্ত শর্মা। তাতে ম্যাচে ফিরে ভারত। তবে ইংলিশদের লিড ঠেকানো যায়নি। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ৪টি, ইশান্ত শর্মা ৩টি এবং মোহাম্মদ শামি ২ উইকেট নেন। রবিবার ভারত তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে।

[৫] জো রুট এদিন টেস্ট ক্যারিয়ারে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। ট্রেন্ট ব্রিজে ঠিক আগের টেস্টেও সেঞ্চুরি করেছিলেন তিনি। সব মিলিয়ে এই বছর ১০ টেস্টে ৫ সেঞ্চুরি হয়ে গেল তার। আর কোনো ইংলিশ অধিনায়ক এক পঞ্জিকা বর্ষে এতগুলো টেস্ট সেঞ্চুরি করতে পারেননি। - ক্রিকইনফো/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়