শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৮:২৮ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রুটের অসাধারণ ইনিংসে লর্ডস টেস্টে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের লিড

স্পোর্টস ডেস্ক: [২] অধিনায়ক জো রুটের অসাধারণ ইনিংসে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের ৩৬৪ রানের বিপরীতে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছে ৩৯১ রান। রুট খেলেছেন ১৮০ রানের অপরাজিত ইনিংস।

[৩] শনিবার (১৪ টেস্টের তৃতীয় দিনে রুটকে ভালো সাপোর্ট দিয়েছেন জনি বেয়ারস্টো। দুই বছর পর যিনি টেস্টে ফিফটির দেখা পেয়েছেন। খেলেছেন ৫৭ রানের ইনিংস। মইন আলি (২৭) এবং জস বাটলারের (২৩) সঙ্গেও ভালো জুটি হয়েছে রুটের। চতুর্থ উইকেটে রুট-বেয়ারস্টো যোগ করেন ১২১ রান। পঞ্চম উইকেটে বাটলারের সঙ্গে ৫৪ ও ষষ্ঠ উইকেট জুটিতে মইন আলির সঙ্গে ৫৮ রান যোগ করেন রুট।

[৪] এক পর্যায়ে বড় লিডের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু মইন এবং স্যাম কারেনকে পর পর দুই বলে ফিরিয়ে ইংলিশদের সেই আশা মাটি করেন ইশান্ত শর্মা। তাতে ম্যাচে ফিরে ভারত। তবে ইংলিশদের লিড ঠেকানো যায়নি। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ৪টি, ইশান্ত শর্মা ৩টি এবং মোহাম্মদ শামি ২ উইকেট নেন। রবিবার ভারত তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে।

[৫] জো রুট এদিন টেস্ট ক্যারিয়ারে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। ট্রেন্ট ব্রিজে ঠিক আগের টেস্টেও সেঞ্চুরি করেছিলেন তিনি। সব মিলিয়ে এই বছর ১০ টেস্টে ৫ সেঞ্চুরি হয়ে গেল তার। আর কোনো ইংলিশ অধিনায়ক এক পঞ্জিকা বর্ষে এতগুলো টেস্ট সেঞ্চুরি করতে পারেননি। - ক্রিকইনফো/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়