শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, মা-ছেলেসহ আটক ৬

যশোর প্রতিনিধি: [২] পুলিশ আলাদা অভিযানে অ্যালকোহল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৬জনকে আটক করেছে।

[৩] তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মতিয়ার রহমান জানিয়েছেন, গত শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার গোপালপুরের ফুলতলা মোড়ের একটি মুদি দোকানের সামনে থেকে ১০ বোতল অ্যালকোহলসহ জাহাঙ্গীর বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করা হয়। তিনি ছোট গোপালপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

[৪] ইছালী পুলিশ ক্যাম্পে এসআই মোকারম আলী জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মনোহরপুর বাজার কমিটির সভাপতির অফিসের সামনে থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম (৩৭) ও সোহান মোল্লা (২৩) নামে দুই যুবককে আটক করা হয়। সাইফুল হাশিমপুর গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে। আর সোহান একই গ্রামের তাহের মোল্লার ছেলে।

[৫] উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই আরিফ হোসেন জানিয়েছেন, গত শুক্রবার বিকেল ৪টার দিকে উপশহর আমতলা বস্তির পুকুর পাড় থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ হোসেন হৃদয় (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই বস্তির আনোয়ারুল ইসলাম আনারের ছেলে।

[৬] চানপাড়া পুলিশ ক্যাম্পের এএসআই শরিফুজ্জামান জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফতেপুর গ্রাম থেকে দেড়শ গ্রাম গাঁজাসহ সিরাজুল ইসলাম নয়ন (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি সীতরামপুর পশ্চিমপাড়ার (মালোপাড়া) লোকমান হোসেনের ছেলে।

[৭] যশোরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ মা-ছেলে আটক হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে শহরের রেলগেট পশ্চিমপাড়ার একটি গলি থেকে তাদের আটক করা হয়।

[৮] আটককৃতরা হলো, শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকার মৃত মনোয়ার হোসেন বাবলার স্ত্রী নাহার ওরফে নুর নাহার এবং তার ছেলে মনির হোসেন অন্তর। তারা বর্তমানে রেলগেট পশ্চিমপাড়াতে থাকেন। এসময় তাদের কাছ থেকে ১শ’ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মা নাহারের বিরুদ্ধে ৫টি ও ছেলে অন্তরের বিরুদ্ধে তিনটি মাদক মামলা আছে কোতয়ালি থানায়। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়