শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৮:৩৭ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, মা-ছেলেসহ আটক ৬

যশোর প্রতিনিধি: [২] পুলিশ আলাদা অভিযানে অ্যালকোহল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৬জনকে আটক করেছে।

[৩] তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মতিয়ার রহমান জানিয়েছেন, গত শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার গোপালপুরের ফুলতলা মোড়ের একটি মুদি দোকানের সামনে থেকে ১০ বোতল অ্যালকোহলসহ জাহাঙ্গীর বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করা হয়। তিনি ছোট গোপালপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

[৪] ইছালী পুলিশ ক্যাম্পে এসআই মোকারম আলী জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মনোহরপুর বাজার কমিটির সভাপতির অফিসের সামনে থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম (৩৭) ও সোহান মোল্লা (২৩) নামে দুই যুবককে আটক করা হয়। সাইফুল হাশিমপুর গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে। আর সোহান একই গ্রামের তাহের মোল্লার ছেলে।

[৫] উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই আরিফ হোসেন জানিয়েছেন, গত শুক্রবার বিকেল ৪টার দিকে উপশহর আমতলা বস্তির পুকুর পাড় থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ হোসেন হৃদয় (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই বস্তির আনোয়ারুল ইসলাম আনারের ছেলে।

[৬] চানপাড়া পুলিশ ক্যাম্পের এএসআই শরিফুজ্জামান জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফতেপুর গ্রাম থেকে দেড়শ গ্রাম গাঁজাসহ সিরাজুল ইসলাম নয়ন (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি সীতরামপুর পশ্চিমপাড়ার (মালোপাড়া) লোকমান হোসেনের ছেলে।

[৭] যশোরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ মা-ছেলে আটক হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে শহরের রেলগেট পশ্চিমপাড়ার একটি গলি থেকে তাদের আটক করা হয়।

[৮] আটককৃতরা হলো, শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকার মৃত মনোয়ার হোসেন বাবলার স্ত্রী নাহার ওরফে নুর নাহার এবং তার ছেলে মনির হোসেন অন্তর। তারা বর্তমানে রেলগেট পশ্চিমপাড়াতে থাকেন। এসময় তাদের কাছ থেকে ১শ’ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মা নাহারের বিরুদ্ধে ৫টি ও ছেলে অন্তরের বিরুদ্ধে তিনটি মাদক মামলা আছে কোতয়ালি থানায়। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়