মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘির বাজারে কাঁচা মরিচ এখন দুইশত টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। ফলে গরীব ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে এখন কাঁচা মরিচ ও কাঁচাবাজার। উপজেলার হাট-বাজারে নেই কোন সরকারী মনিটরিং ব্যবস্থা। সবজি বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। সবচেয়ে দাম বেড়েছে কাঁচা মরিচ, পেঁয়াজের দাম।
[৩] উপজেলার কয়েকটি হাট-বাজার ঘুরে দেখা গেছে খুচরা ব্যবসায়ীরা কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি করছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা। প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৬০ টাকা, রসুন ৮০ টাকা থেকে ১০০ টাকা, আদা ১৪০ টাকা থেকে ১৫০ টাকা, পটল ৪০ টাকা থেকে ৫০ টাকা, বেগুন ৪০ টাকা থেকে ৫০ টাকা, মূলা ৬০ টাকা থেকে ৮০ টাকা, আলু ২৫ টাকা থেকে ৩০ টাকা, করলা ৬০ টাকা থেকে ৭০ টাকা, কাকরুল ৪০ টাকা থেকে ৫০ টাকা, কালাই ৬০ টাকা থেকে ৭০ টাকা, পালংশাক ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
[৪] ডিমের দাম বেড়ে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৫ টাকা। কৃষকরা জানান অতি বৃষ্টির কারণে কাঁচা মরিজ ও পোটলের চারায় পচন ধরার কারণে উৎপাদন কমে গেছে আবার কেউ কেউ মনে করেন বর্তমান বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেওয়ায় কাঁচা পণ্য নষ্ট হয়েছে। ফলে বেড়েছে সবজিসহ প্রায় সকল পণ্যের দাম, এটি সাময়িক।