ডেস্ক নিউজ: বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার নতুন বাস স্ট্যান্ড মুক্তি চত্বরের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ। ডাকাতির প্রস্তুতি নেয়ার খবরে শালিধা এলাকায় অভিযান চালানোর পর তাদের আটক করা হয়।
এসমায় তাদের সঙ্গে থাকা বেশ কয়েকজন পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ওয়ান শুটার গান, গুলির কার্তুজ, আটটি গরু, একটি মাহেন্দ্রা গাড়ি ও গ্রিল কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় ।
এর আগে গত ৯ই আগস্ট একটি গরুর ফার্মে ঢুকে তারা ৯ টি গরু ডাকাতি করে বলে জানিয়েছে পুলিশ।