কূটনৈতিক প্রতিবেদক:[২] ভার্চুয়ালি ঢাকা সফররত কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে বৈঠকে বঙ্গবন্ধুর খুনি ও রোহিঙ্গাদের জন্য কোভ্যাক্স এর আওতায় টিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
[৩] বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
[৪] কানাডা রোহিঙ্গা ইস্যুতে সরব থাকা ও তাদের সহযোগিতায় অব্যহত রাখায় ধন্যবাদ জানান এবং এ ইস্যুতে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় দেশটিকে আর্থিক সহযোগিতা করার অনুরোধ জানান।
[৫] রোহিঙ্গাদের সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে উল্লেখ করে মোমেন বলেন, টিকা সংকট থাকায় অপতত ৫৫ বছরের নিচে কাউকে দেওয়া হচ্ছেনা। এতো বিশাল জনগোষ্ঠিকে বাংলাদেশের পক্ষে টিকা দেওয়া সম্ভব নয়, তাই অন্যান্য দেশ ও দাতা সংস্থগুলোকেও এগিয়ে আসতে হবে।
[৬] ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের সুযোগ-সুবিধার কথা তুলে ধরে বলেন, সেখানে রোহিঙ্গা শিশুদের মিয়ানমারের কারিকুলাম অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। যাতে করে তারা নিজ দেশে ফিরে গিয়ে সহজেই মানিয়ে নিতে পারে।
[৭] রোহিঙ্গা প্রত্যাবাসনই একমাত্র সমাধান, যত দ্রুত সম্ভব সেটা হওয়া উচিত। নয়ত, এ অঞ্চলে ঝুঁকি তৈরি হবে এবং এর প্রভাব গোটা দুনিয়ায় পড়বে। তাই সবাইকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং মিয়ানমারকে চাপে রাখতে হবে।
[৮] বৈঠকে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ক্যারিনা গোল্ড বাংলাদেশের উদারতার প্রসংশা করে বলেন, এ সংকট সমাধান করা জরুরী এবং তার দেশ রোহিঙ্গাদের জন্য ২৮৮ মিলিয়ন কানাডিয়ান ডলার বরাদ্দ করেছে।
[৯] ক্যারিনা গোল্ড ১০ আগস্ট থেকে তিন দিনব্যাপী ভার্চুয়ালি ঢাকা সফর করছেন। এ সফরে সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন।