স্পোর্টস ডেস্ক:[২] ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সোমবার (৯ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
[৩]ঘোষিত সেই দলে ফেরানো হয়েছে পেসার চিমার হোল্ডার এবং মিডলঅর্ডার ব্যাটার শামারহ ব্রুকসকে। দুজনেই সবশেষ নিউজিল্যান্ড সফরে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখা গেছিলো।গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিলো চিমার হোল্ডারদের। কিন্তু এরপর ইঞ্জুরিতে পড়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিলেন এই তরুণ পেসার। তবে ইঞ্জুরি থেকে সেড়ে উঠায় ফের ডাক পেয়েছেন তিনি। আর সম্প্রতি বেস্ট বনাম বেস্ট এর মধ্যকার চার দিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ফের নির্বাচকদের নজর কেড়েছেন শামারহ ব্রুকস।
[৪]তবে আসন্ন সেই সিরিজের জন্য দলে রাখা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার শ্যানন গ্যাব্রিয়েল এবং ড্যারেন ব্রাভোকে। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য পেসার গ্যাব্রিয়েলকে এবং বায়ো-বাবল ক্লান্তি কাটাতে ব্যাটার ড্যারেনকে বিশ্রাম দেওয়া হয়েছে।
[৫]আগামী ১২ আগষ্ট (বৃহস্পতিবার) জ্যামাইকার সাবিনা পার্ক মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। একই মাঠে দ্বিতীয় এবং শেষ টেস্টটি শুরু হবে ২০ আগষ্ট।
[৬]পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডঃক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, শামারহ ব্রুকস, রাহকিম কর্নওয়াল, রোস্টন চেজ, জোশুয়া ডি সিলভা, জাহার হ্যামিল্টন, চিমার হোল্ডার, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, কাইরন পাওয়েল , কেমার রোচ, জাইডেন সিলস এবং জোমেল ওয়ারিকান।
[৭]ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট
সিরিজের সূচিঃ১২-১৬ আগস্ট – প্রথম টেস্ট, সাবিনা পার্ক, জ্যামাইকা
২০-২৪ আগস্ট – দ্বিতীয় টেস্ট, সাবিনা পার্ক, জামাইকা । - ক্রিকবাজ/ ক্রিকইনফো