শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ১২:০৪ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে টিকা বাণিজ্যের অভিযোগ, আটক ২

রিয়াজুর রহমান রিয়াজ: [২] সিটি কর্পোরেশন মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী 'বিশু দে' এর বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাসায় গিয়ে জনপ্রতি ১ হাজার টাকার বিনিময়ে মানুষকে টিকা পুশ করার অভিযোগ উঠেছে।বাসায় টিকা গ্রহণকারী এমন দুই ব্যক্তিকে আটক করে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। আটক দুই ব্যক্তি নাম- মো. হাসান ও সাজ্জাদ।

[৩] গত শনিবার (৭ আগস্ট) চট্টগ্রাম নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডের বাইলেনে মোবারক আলী নামে একজন ব্যাংকারের বাসায় তারা টিকা গ্রহণ করেন। নগরীর উত্তর কাট্টলী চট্টগ্রাম সিটি কর্পোরেশন মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী বিশু দে ওই বাসায় গিয়ে মো. হাসান ও সাজ্জাদসহ আরও কয়েকজন ব্যক্তিকে টিকা পুশ করেন।

[৪] বাসায় টিকা নেওয়া মো. হাসান নামে এক যুবক শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমডি হাসান নামের আইডি থেকে বাসার ভেতর টিকাগ্রহণের একটি ছবি পোস্ট করেন। স্ট্যাটাসে তিনি টিকার জন্য মোবারক আলীকে ধন্যবাদ জানান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোবারক আলী নগরীর বেসরকারী স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের একজন কর্মকর্তা।

[৫] বাসায় টিকা নেয়ার ছবিসহ এই ফেসবুক স্ট্যাটাসটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এরপর পুলিশ গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে ব্যবসায়ী মো. হাসান নামে ওই যুবককে আটক করে। পরে টিকা গ্রহণকারী তার বন্ধু সাজ্জাদকেও আটক করে পুলিশ।

[৬] খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান গনমাধ্যমকে বলেন, আটককৃত হাসান ও সাজ্জাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সিটি করপোরেশন মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী বিশু দে ওই বাসায় গিয়ে তাদের টিকা পুশ করেছেন। জনপ্রতি ১ হাজার টাকা মূল্যে তারা টিকা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।

[৭] খোঁজ নিয়ে জানা গেছে, বিশু দে চট্টগ্রাম সিটি করপোরেশননের স্বাস্থ্য বিভাগে ল্যাব টেকনেশিয়ান হিসেবে কর্মরত আছেন। তাকে সম্প্রতি নগরীর উত্তর কাট্টলী সিটি করপোরেশন মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল টিকাকেন্দ্রে বদলি করা হয়। তার বাসা নগরীর হাজারী গলিতে। তিনি আজ (৯ আগস্ট) সোমবার মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল টিকাকেন্দ্রে যাননি।

[৮] এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশন মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল টিকাকেন্দ্রের ইনচার্জ ডা. সুমন তালুকদার গনমাধ্যমকে বলেন, বিশু দে নগরীর খুলশীতে একটি বাসায় গিয়ে টিকা পুশ করার বিষয়টি নিয়ে পুলিশ আমার সাথে কথা বলেছে। কিন্তু তিনি আজকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

[৯] বিশু দে কোথায় থেকে টিকা সংগ্রহ করেছেন-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শনিবার তো গণটিকা ক্যাম্পেইন ছিল। সে হয়তো কোনো ওয়ার্ড থেকে টিকা সংগ্রহ করে বাইরে সরবরাহ করেছেন।’ এবিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী গনমাধ্যমকে বলেন, ঘটনাটি আমি শুনেছি। এটা খুবই দুঃখজনক। সিটি করপোরেশনের টিকা কার্যক্রম পরিচালনা করে স্বাস্থ্য বিভাগ। ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে টিকা নিয়ে অনিয়মের অভিযোগের প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়