আরমান কবীর: [২] টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর ও চিলাবাড়ী আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বেকারদের স্বাবলম্বী করতে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার(৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ওই ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করেন।
[৩] সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. খায়রুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
[৪] উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী জানান, প্রধানমন্ত্রী সমাজের অসহায় মানুষদের জায়গা সহ ঘর দিয়েছেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে তারা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত কর্মহীনদের স্বাবলম্বী করতে বিনামূল্যে পুরুষদের ভ্যানগাড়ি ও নারীদেরকে সেলাই মেশিন দিচ্ছেন।