শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০১:৩০ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ

দিরাই প্রতিনিধি: [২] দিরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] রোববার (৮ আগস্ট) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হতদরিদ্র মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ ও এতিম ও দুস্থ বালিকাদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন এর সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় অনুষ্ঠিত হয়। সভা অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার স্বাধীন কুমার দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিং, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুদ্দিন খান সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

[৫] সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন বলেন, পৃথিবীর মানচিত্রে একটি লাল সবুজের পতাকা আর দেশ সৃষ্টিতে যে মহান পুরুষ অবিসংবাদী ভূমিকা পালন করেছেন তাঁকে পাশে থেকে শক্তি যুগিয়েছিলেন মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা। ইতিহাস সাক্ষ্য দেবে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব এর ছায়াসঙ্গী এই ক্ষণজন্মা নারীর অবদানের কথা। তিনি আমৃত্যু ছিলেন জাতির পিতার ছায়াসঙ্গী। শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা এই অনবদ্য সংগ্রামে নেপথ্যে থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা আর আত্মত্যাগ করেছেন বঙ্গমাতা। এবার প্রথমবারের মতো এই মহিয়সী নারীর জন্মদিন পালন করতে পেরে আমরা সত্যিই গর্বিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়