শিরোনাম
◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা 

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০১:১২ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেয়াড়ায় যৌন নিপিড়নের স্বীকার শিশুর আদালতে জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক: [২] যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে মটবাড়ি গ্রামের রহিমের যৌন নিপিড়নের স্বীকার হওয়া ৪ বছর নয় মাসের সেই শিশুটি হাসপাতাল থেকে ফিরেছেন।

[৩] রোববার (৮ আগস্ট) পুলিশের উপস্থিতিতে তাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয় আদালতে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইন শিশুটির জবানবন্দি গ্রহণ শেষে তাকে পরিবারের জিম্মায় প্রদান করেন। অভিযুক্ত আব্দুর রহিম ওই এলাকার মৃত ইসমাইল শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৫ আগস্ট। এ ঘটনায় ভিকটিমের নানা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করলেও পুলিশ এখনো তাকে আটক করতে পারেনি।

[৪] এদিকে, ঘটনার পর রহিমের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী মুখ খুলতে শুরু করেছেন। এর আগেও এ ধরনের একাধিক ঘটনার সাথে রহিম জড়িত বলে জানান তারা। এলাকার গৃহবধূরা তার জন্য অতিষ্ঠ হয়ে বিভিন্ন স্থানে সালিসও ডেকেছেন। এসব ঘটনার জানাজানি হলে রহিমের প্রথম স্ত্রী রহিমকে ছেড়ে চলে যায়। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী তাকে বিভিন্ন সময় প্রশ্রয় দেয়। এবারো মামলা যাতে না হয় সেজন্য স্থানীয় মেম্বর আব্দুল কাদের ও স্থানীয় নেতা মুনসুর আলীর কাছে স্বরনাপন্ন হন। মধ্যস্থতার এক পর্যায় পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে হাজির হয়। সটকে পড়ে অভিযুক্ত রহিম।

[৫] এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মাহেদুল ইসলাম বলেন, রহিমকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এর আগেও রহিম এ ধরনের ঘটনার সাথে জড়িত থাকার প্রমানও পেয়েছেন তিনি।

[৬] উল্লেখ্য, বৃহস্পতিবার ৫ আগস্ট দুপুর ১২টার সময় ইসমাইল শেখের ছেলে আব্দুর রহিমের ধানক্ষেতের স্যালো মেশিনে গোসল করতে যায় ওই শিশু। বিভিন্ন প্রলোভন দেখিয়ে মাঠের মধ্যে ধান ক্ষেতের পাশে নিয়ে যৌন হয়রানি করে। এসময় রক্তক্ষরণ হলে শিশুটি বাড়িতে চলে যায়, পরিবারের সকলকে জানায়। শুক্রবার ৬ আগস্ট তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তারা থানায় মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়