আল আমীন: [২] বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব- এর ৯১ তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু।
[৩] এক বার্তায় মেয়র বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর একজন সহযোদ্ধা এবং। ইতিহাসের নানা কণ্টকময় মুহূর্তে বঙ্গমাতা বঙ্গবন্ধুকে দিয়েছেন সময়োপযোগী গঠনমূলক পরামর্শ এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাবার অনুপ্রেরণা।
[৪] তিনি আরো বলেন, দেশের প্রতি ভালোবাসা, কর্তব্যনিষ্ঠা, প্রজ্ঞা ও সাহসিকতার অনন্য নিদর্শন হয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব বাঙালির ইতিহাসে একজন অনুপ্রেরণাদায়ী মহিয়সী নারীর ব্যক্তিত্ব হয়ে বেঁচে থাকবেন চিরকাল।