শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০২:২৩ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউ ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে কাল

শিমুল মাহমুদ: [২] করোনা রোগীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চালু হচ্ছে এ ফিল্ড হাসপাতাল। শনিবার দুপুর ১২টায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব’ কনভেনশন হলে কোভিড ১৯ ফিল্ড হাসপাতালের শুভ উদ্ধোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

[৩] বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান, প্রথম ধাপে ৩৫৭ শয্যা ও পরের ধাপে ৬০০ শয্যা চালু করা হবে। এভাবে মোট এক হাজার শয্যা চালু করা হবে। এর মধ্যে আইসিইউ শয্যা থাকবে ৪০টি। সব শয্যাতেই সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা থাকবে।

[৪] স্বাস্থ্য অধিদফতরসূত্রে জানা যায়, ঢাকার গুলশান শুটিং ক্লাব ভবনকে হাসপাতালে রূপান্তরের ব্যাপারে পর্যালোচনা করা হয়েছিল। এ নিয়ে একটি রূপরেখা প্রণয়ন করা হয়। এ ছাড়া রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়াম, পুলিশ কনভেনশন সেন্টার, টিকাটুলীতে এফবিসিসিআইর ১৩ তলার একটি ভবনে ফিল্ড হাসপাতাল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তবে এ উদ্যোগ থেকে কিছুটা সরে এসেছে স্বাস্থ্য অধিদফতর। আপাতত রাজধানীতে একটি ফিল্ড হাসপাতাল হবে। বিভাগীয় কিংবা জেলা শহরে কোনো ফিল্ড হাসপাতাল হচ্ছে না।

[৫] তবে ঢাকার বাইরে ফিল্ড হাসপাতালের পরিবর্তে মানসম্পন্ন বেসরকারি হাসপাতালগুলোকে করোনা চিকিৎসায় যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং জেলা সদর হাসপাতালের তত্ত¡াবধায়কদের এ-সংক্রান্ত একটি নির্দেশনাও দেওয়া হয়েছে।

[৬] নির্দেশনা অনুযায়ী সরকারি হাসপাতালে করোনা সংক্রমিত রোগী সংকুলান না হলে পাশের মানসম্পন্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে চিকিৎসায় যুক্ত করা যাবে।

[৭] সরকারিভাবে রোগীর যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা হবে। এজন্য দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি করে নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়