শিমুল মাহমুদ: [২] করোনা রোগীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চালু হচ্ছে এ ফিল্ড হাসপাতাল। শনিবার দুপুর ১২টায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব’ কনভেনশন হলে কোভিড ১৯ ফিল্ড হাসপাতালের শুভ উদ্ধোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
[৩] বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান, প্রথম ধাপে ৩৫৭ শয্যা ও পরের ধাপে ৬০০ শয্যা চালু করা হবে। এভাবে মোট এক হাজার শয্যা চালু করা হবে। এর মধ্যে আইসিইউ শয্যা থাকবে ৪০টি। সব শয্যাতেই সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা থাকবে।
[৪] স্বাস্থ্য অধিদফতরসূত্রে জানা যায়, ঢাকার গুলশান শুটিং ক্লাব ভবনকে হাসপাতালে রূপান্তরের ব্যাপারে পর্যালোচনা করা হয়েছিল। এ নিয়ে একটি রূপরেখা প্রণয়ন করা হয়। এ ছাড়া রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়াম, পুলিশ কনভেনশন সেন্টার, টিকাটুলীতে এফবিসিসিআইর ১৩ তলার একটি ভবনে ফিল্ড হাসপাতাল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তবে এ উদ্যোগ থেকে কিছুটা সরে এসেছে স্বাস্থ্য অধিদফতর। আপাতত রাজধানীতে একটি ফিল্ড হাসপাতাল হবে। বিভাগীয় কিংবা জেলা শহরে কোনো ফিল্ড হাসপাতাল হচ্ছে না।
[৫] তবে ঢাকার বাইরে ফিল্ড হাসপাতালের পরিবর্তে মানসম্পন্ন বেসরকারি হাসপাতালগুলোকে করোনা চিকিৎসায় যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং জেলা সদর হাসপাতালের তত্ত¡াবধায়কদের এ-সংক্রান্ত একটি নির্দেশনাও দেওয়া হয়েছে।
[৬] নির্দেশনা অনুযায়ী সরকারি হাসপাতালে করোনা সংক্রমিত রোগী সংকুলান না হলে পাশের মানসম্পন্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে চিকিৎসায় যুক্ত করা যাবে।
[৭] সরকারিভাবে রোগীর যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা হবে। এজন্য দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি করে নিতে হবে।