শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৯:৪৫ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৯:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালালে ৫৪ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

সুজন কৈরী: [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটক যাত্রঅ হলেন- মামুন ব্যাপারী।

[৩] বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলগামী ফ্লাইটের যাত্রী মামুনের কাছ থেকে ওই মুদ্রাগুলো জব্দ করা হয়।

[৪] শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক তানভীর আহম্মেদ জানান, মুদ্রা পাচার হওয়ার তথ্যে সংস্থাটির একটি দল বুধবার রাতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। রাত সাড়ে তিনটায় ইস্তাম্বুলগামী তার্কিশ এয়ারলাইন্সের (ফ্লাইট নং-টিকে ৭১৩) সন্দেহভাজন যাত্রী মামুনকে আটক করে মুদ্রার বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় তিনি মুদ্রা থাকার বিষয়ে অস্বীকার করেন। পরে তার ব্যাগেজ স্ক্যানিং করা হয়। সন্দেহ হলে ব্যাগেজ কাউন্টারে তল্লাশি করে এর ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় মোট ২ লাখ ৬২ হাজার সৌদি রিয়েল পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় আনুমানিক ৫৩ লাখ ৭১ হাজার টাকা মুল্যমানের।

[৫] জিজ্ঞাসাবাদে ওই যাত্রী মুদ্রাগুলো সংগ্রহের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট ও ১৯৬৯ ধারায় বিভাগীয় মামলা এবং ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়