শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত হবে পরীমণির, সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত ঠিক হয়নি: জায়েদ খান

মনিরুল ইসলাম: [২] র‌্যাবের হাতে আটক ঢাকাই সিনেমার আলোচিত চিত্র নায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত হচ্ছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য পদ স্থগিত হচ্ছে বলে জানা গেছে।

[৩] জানা যায়, সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, সমিতির কোনও সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনও কাজে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। সেক্ষেত্রে মাদকসহ পরীমণির এ আটকের পর র‌্যাবের মামলা হলে স্থগিতাদেশের মধ্যে পড়বেন পরী। তবে আদালতে পরী নির্দোষ প্রমাণিত হলে সেক্ষেত্রে আবার সদস্য পদ ফিরে পাবেন। আর দোষী সাব্যস্ত হলে আজীবনের জন্য সমিতির সদস্যপদ হারাবেন।

[৪] এদিকে, সূত্র জানায়, বুধবার (৪ আগস্ট) র‌্যাবের হাতে এই অভিনেত্রী আটক হওয়ার পর থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে সমিতি।

[৫] বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি নায়ক রুবেল বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সময় মতো আমরা আমাদের অবস্থান জানাবো।

[৬] অন্যদিকে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমরা এখনো সংবাদ সম্মেলনের বিষয়ে ঠিক হয়নি৷পরিস্থিতি বুঝে সংবাদ সম্মেলন করে আমাদের বক্তব্য তুলে ধরবো।

[৭] জানা গেছে, আটক পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের করেছে র‌্যাব।

[৮] উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। কয়েক ঘণ্টার অভিযান চালিয়ে বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়