মনিরুল ইসলাম: [২] র্যাবের হাতে আটক ঢাকাই সিনেমার আলোচিত চিত্র নায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত হচ্ছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য পদ স্থগিত হচ্ছে বলে জানা গেছে।
[৩] জানা যায়, সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, সমিতির কোনও সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনও কাজে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। সেক্ষেত্রে মাদকসহ পরীমণির এ আটকের পর র্যাবের মামলা হলে স্থগিতাদেশের মধ্যে পড়বেন পরী। তবে আদালতে পরী নির্দোষ প্রমাণিত হলে সেক্ষেত্রে আবার সদস্য পদ ফিরে পাবেন। আর দোষী সাব্যস্ত হলে আজীবনের জন্য সমিতির সদস্যপদ হারাবেন।
[৪] এদিকে, সূত্র জানায়, বুধবার (৪ আগস্ট) র্যাবের হাতে এই অভিনেত্রী আটক হওয়ার পর থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে সমিতি।
[৫] বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি নায়ক রুবেল বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সময় মতো আমরা আমাদের অবস্থান জানাবো।
[৬] অন্যদিকে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমরা এখনো সংবাদ সম্মেলনের বিষয়ে ঠিক হয়নি৷পরিস্থিতি বুঝে সংবাদ সম্মেলন করে আমাদের বক্তব্য তুলে ধরবো।
[৭] জানা গেছে, আটক পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের করেছে র্যাব।
[৮] উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাব। কয়েক ঘণ্টার অভিযান চালিয়ে বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করা হয়।