শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত হবে পরীমণির, সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত ঠিক হয়নি: জায়েদ খান

মনিরুল ইসলাম: [২] র‌্যাবের হাতে আটক ঢাকাই সিনেমার আলোচিত চিত্র নায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত হচ্ছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য পদ স্থগিত হচ্ছে বলে জানা গেছে।

[৩] জানা যায়, সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, সমিতির কোনও সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনও কাজে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। সেক্ষেত্রে মাদকসহ পরীমণির এ আটকের পর র‌্যাবের মামলা হলে স্থগিতাদেশের মধ্যে পড়বেন পরী। তবে আদালতে পরী নির্দোষ প্রমাণিত হলে সেক্ষেত্রে আবার সদস্য পদ ফিরে পাবেন। আর দোষী সাব্যস্ত হলে আজীবনের জন্য সমিতির সদস্যপদ হারাবেন।

[৪] এদিকে, সূত্র জানায়, বুধবার (৪ আগস্ট) র‌্যাবের হাতে এই অভিনেত্রী আটক হওয়ার পর থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে সমিতি।

[৫] বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি নায়ক রুবেল বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সময় মতো আমরা আমাদের অবস্থান জানাবো।

[৬] অন্যদিকে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমরা এখনো সংবাদ সম্মেলনের বিষয়ে ঠিক হয়নি৷পরিস্থিতি বুঝে সংবাদ সম্মেলন করে আমাদের বক্তব্য তুলে ধরবো।

[৭] জানা গেছে, আটক পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের করেছে র‌্যাব।

[৮] উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। কয়েক ঘণ্টার অভিযান চালিয়ে বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়