শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

[৩] এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭ টায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় ।

[৪] এরপর শ্রদ্ধাঞ্জলী নিবেদন করছেন স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

[৫] এছাড়া এসময় পুষ্পার্ঘ্য অর্পণ করেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম, সদর সার্কেল সুমন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লষ্করসহ পুলিশের সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, সিভিল সার্জন সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামসুল হক ভোলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর জেলা কারাগার, সিভিল সার্জনের কার্যালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, জেলা শিল্পকলা একাডেমী, যুব উন্নয়ন অধিদপ্তর, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর চেম্বার অফ কমার্স, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর ক্রীড়া অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর , জেলা শিল্পকলা একাডেমী প্রমূখ।

[৬] এছাড়া ভার্চুয়ালি আলোচনা সভা ও বিকেলে দলীয় কার্যালয় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়