শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের অস্ত্র কারখানাগুলোর বিরুদ্ধে অস্ত্র পাচারের মামলা করলো মেক্সিকো

সাকিবুল আলম: [২] যুক্তরাষ্ট্রের বেশকিছু বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্ত্র চোরাচালানের অভিযোগ করেছে মেক্সিকো। অবৈধ অস্ত্র পাচারের ফলে দেশটিতে অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে ইতোমধ্যেই। বিবিসি

[৩] মেক্সিকো সরকার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তারা ইতোমধ্যেই ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে। পরবর্তীতে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হবে। যুক্তরাষ্ট্রের অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্মিথ এন্ড ওয়েসন এবং ব্যারেট ফায়ার আর্ম বিশেষভাবে উল্লেখযোগ্য। বিবিসির সাংবাদিকরা উভয় কোম্পানির সঙ্গেই যোগাযোগ করেছে।

[৪] যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যে বুধবার এ প্রসঙ্গে একটি মামলা দায়ের করা হয়েছে। এটি বলেছে, মেক্সিকোর মাদক চক্র ও অপরাধীদের কাছে যুক্তরাষ্ট্রের এসব কোম্পানিগুলো অবৈধভাবে অস্ত্র পাচার করে আসছে দীর্ঘ দিন ধরে। মেক্সিকো সরকার আরো বলেছে, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো আরো প্রাণনাশক অস্ত্র বিক্রির জন্য নানা ধরনের বিপণন কৌশল অবলম্বন কওে থাকে।

[৫] মেক্সিকো সরকার দাবি করেছে, দেশটিতে অবৈধভাবে আসা অস্ত্রের ৭০ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। শুধুমাত্র ২০১৯ সালেই মেক্সিকোতে ১৭ হাজারেরও বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে পাচারকৃত অস্ত্রের মাধ্যমে।

[৬] একটি সংবাদ সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারসেলো এবরার্ড জানান, আমরা এ মামলায় জিতবো। আমরা মেক্সিকোতে এ অবৈধ অস্ত্র পাচার বহুলাংশে কমিয়ে আনবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়