শিরোনাম
◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৯:২২ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান প্রদেশে হেলমান্দের রাজধানী লস্কর গাহ’র অধিকাংশের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে

আসিফুজ্জামান পৃথিল: [২] লস্কর গাহ ছাড়তে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার ও মঙ্গলবার লড়াই ব্যাপক আকার ধারণ করে। সেখানকার পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘের পক্ষ থেকে গতকাল বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। আর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের হামলায় তালেবানের ৭৭ জন নিহত হয়েছেন। এএফপি

[৩] আফগানিস্তানের এ এলাকায় সরকারি বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল সামি সাদাত। তিনি লস্করগাহের বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, ‘দয়া করে যত দ্রুত সম্ভব এ এলাকা ছেড়ে চলে যান, যাতে আমরা অভিযান শুরু করতে পারি। আমরা জানি, এভাবে বাড়ি ছেড়ে যাওয়া কঠিন। এটা আমাদের জন্যও কঠিন। আপনারা যদি অল্প কয়েক দিনের জন্য বাস্তুচ্যুত হন, তবে আমাদের ক্ষমা করবেন।’ বিবিসি

[৪] তালেবান একযোগে তিনটি প্রাদেশিক শহর দখল করার জন্য আক্রমণ চালাচ্ছে। লস্কর গাহ ছাড়া অন্য দুটি শহর হচ্ছে কান্দাহার ও হেরাত। জেনারলের সামি সাদাত বলেছেন, তালেবান কিছু জায়গা দখল করেছে ঠিকই, কিন্তু তারা সেখানে টিকতে পারবে না। সিএনএন

[৫] হেলমান্দের ওপর তালেবানের এই হামলা আফগানিস্তানে তাদের সবচেয়ে বড় অভিযান। তালেবান যদি লস্কর গাহ্ দখল করতে পারে তাহলে সেটি হবে ২০১৬-র পর প্রথম প্রাদেশিক রাজধানীর পতন, এবং সরকারি বাহিনীর জন্য এক বড় আঘাত। কারণ মার্কিন ও ব্রিটিশ বাহিনী আফগান সরকারি বাহিনীর সৈন্যদের এখানেই প্রশিক্ষণ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়