শিরোনাম
◈ হালান্ডের রেকর্ড, বরু‌শিয়া ডর্টমুন্ডকে ৪-১ গো‌লে হারা‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ভার‌তের আদা‌নি গোষ্ঠী বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায়, আ‌লোচনা শেষ হয়‌নি ব‌লে যা‌বে না  বাংলাদেশ ◈ তিন তিনবার পিছিয়ে পড়েও ড্র ক‌রে ফির‌লো বার্সেলোনা ◈ বিশ্বমানের বন্দরের পথে চট্টগ্রাম: নতুন অবকাঠামো ও টার্মিনালসহ ক্ষমতা বাড়ছে চার গুণ ◈ যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম বিচারপতি হয়েছেন সোমা সাইদ ◈ ভারতের সেভেন সিস্টার্সকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা দিলেন মুকেশ আম্বানি ◈ জোট রাজনীতির সমীকরণে স্থগিত ৬৩ আসন, বিএনপি’র প্রার্থী তালিকা নিয়ে কৌতূহল ◈ সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশে কড়াকড়ি: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস ◈ মেক্সিকোর প্রেসিডেন্টকে শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল ◈ যেভাবে গু লি করা হয় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে (ভিডিও)

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিনাক-৬ লঞ্চ ট্র্যাজেডির ৭ বছরে অজ্ঞাতনামা ২১ জনের পরিচয় জানা যায়নি

সমীরণ রায়: [২] ২০১৪ সালের ৪ আগস্ট ঈদ-পরের দিন পিনাক-৬ দুর্ঘটনার শিকার হয়। পদ্মায় স্মরণকালের এই ভয়াবহ নৌ-দুর্ঘটনায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চটি। এতে ৪৯ জনের লাশ উদ্ধার হয়। নিখোঁজ থাকে ৬৪ জন। উদ্ধার হওয়া ২১ জনের লাশ মাদারীপুরের শিবচর পৌর কবরস্থানে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়।

[৩] পাঁচ্চর ইউনিয়নের মিজানুর রহমান, তার স্ত্রী ও দুই সন্তান লঞ্চডুবিতে মারা যান। ঢাকায় ফেরার পথে শিবচরের সন্যাসীচর ইউনিয়ের স্ত্রী-সন্তান নিয়ে মারা যান ফরহাদ। স্ত্রী শিল্পী, এক বছরের সন্তান ফাহিম ও শ্যালক বিল্লালসহ মারা যান তারা। তাদের লাশও শেষ পর্যন্ত পাওয়া যায়নি।

[৪] শিবচরের কাদিরপুর এলাকার দুই বোন ও তাদের এক খালাতো বোনেরও মর্মান্তিক মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। ঈদের ছুটি কাটিয়ে বাবা আব্দুল জলিল মাতব্বরের সঙ্গে ঢাকা ফিরছিল তারা। লঞ্চ ডুবে যাওয়ার পর আব্দুল জলিল উঠতে পারলেও সন্তানদের আর বাঁচাতে পারেনি।

[৫] আব্দুল জলিল বলেন, মেয়ে হারানো বেদনা এখনো কাঁদায়। লঞ্চমালিকদের অনুরোধ করব, তারা তাদের লঞ্চের ধারণক্ষমতার বাইরে যেন যাত্রী না তোলে। একই সঙ্গে প্রশাসনের কঠোর নজরদারি যেন থাকে।

[৬] মাদারীপুর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সেপেক্টর আক্তার হোসেন জানান, পিনাক-৬ লঞ্চ ডুবির পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ধারণক্ষমতার বাইরে লোক ওঠানো বা ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করতে দেয়া হয় না।

[৮] শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, পিনাক-৬ ডুবির পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচলে কঠোর রয়েছে প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়