সাকিবুল আলম:[২] ইউক্রেনের কিয়েভ ভিত্তিক একটি বেসরকারি সংস্থার (এনজিও) প্রধান ছিলেন ভিতালি শিশোভ। এ সংস্থাটি বেলারুশ নাগরিকদের নিপীড়নের হাত থেকে রক্ষা করতো। সরকার বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার কারণে গত বছর দেশ ত্যাগে বাধ্য করা হয় ভিতালি শিশোভকে। ইয়ন
[৩] শিশোভের সহকর্মীরা জানান, নিজ দেশ ত্যাগ করে ইউক্রেনে আসার পরও সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন তিনি। বেলারুশের এনজিওটি তাদের প্রধানের নিহত হওয়ার পেছনে লুকাশেঙ্কো সরকারকে দায়ী করেছেন। ইউক্রেনে অবস্থিত বেলারুশ হাউজের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়,বেলারুশের শাসন ব্যবস্থার জন্য হুমকি ছিলেন শিশোভ। এতে কোনো সন্দেহ নেই যে,বিরোধী পক্ষের গোয়েন্দাদের পরিচালিত অভিযানেই মৃত্যু হয়েছে শিশোভের।
[৪] ইউক্রেনের পুলিশ প্রধান একটি বিবৃতিতে বলেছেন, শিশোভের নাকে ও হাঁটুতে আঘাতের চিহ্ন ছিলো। তাকে কোথায় এবং কিভাবে আক্রমণ করা হয়েছে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তদন্ত কার্যক্রম চলছে।