শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে রোববার দুপুর পর্যন্ত চলবে সকল গণপরিবহন

আনিস তপন: [২] রপ্তানিমুখী শিল্পকারখানার কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রোববার (০১ আগস্ট) দুপুর ১২ টা পর্যন্ত সকল গণপরিবহন চলাচল শিথিল করেছে সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান।

[৩] একইভাবে শনিবার রাত ৮ টা থেকে রোববার (০১ আগস্ট) দুপুর ১২ টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার ও পাটুরিয়া দৌলতদিয়া রুটে লঞ্চ চলবে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চালানোর এ সিদ্ধান্ত নিয়েছে।

[৪] মন্ত্রী পরিষদ বিভাগের এক উর্ধতন কর্মকর্তা জানান, ঢালাওভাবে গণপরিবহন চালুর অনুমতি দেয়া হয়নি এবং এ সংক্রান্ত বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। শুধুমাত্র রপ্তানিমুখী শিল্প কারখানার কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে গণপরিবহন চালু করা হয়েছে।

[৫] তিনি জানান, দেশের যে কোনো জেলা থেকে রাজধানীতে যদি গার্মেন্টস বা কল-কারখানার শ্রমিকদের আনা নেওয়ার জন্য কোনো সহায়তা প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে জেলা প্রশাসন সহায়তা করবে। মৌখিকভাবে এ বিষয়ে অনুমতি দেয়া হয়েছে।

[৬] এদিকে শনিবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ফারুক হাসান কারখানা মালিকদের উদ্দেশে বলেন, বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত গ্রামে অবস্থানরত কোনো শ্রমিক-কর্মচারী কারখানায় কাজে যোগদান করতে না পারলে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। কারখানার আশপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করার জন্য সদস্যদের আহ্বান জানাচ্ছি। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়