শিরোনাম
◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির 

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে রোববার দুপুর পর্যন্ত চলবে সকল গণপরিবহন

আনিস তপন: [২] রপ্তানিমুখী শিল্পকারখানার কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রোববার (০১ আগস্ট) দুপুর ১২ টা পর্যন্ত সকল গণপরিবহন চলাচল শিথিল করেছে সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান।

[৩] একইভাবে শনিবার রাত ৮ টা থেকে রোববার (০১ আগস্ট) দুপুর ১২ টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার ও পাটুরিয়া দৌলতদিয়া রুটে লঞ্চ চলবে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চালানোর এ সিদ্ধান্ত নিয়েছে।

[৪] মন্ত্রী পরিষদ বিভাগের এক উর্ধতন কর্মকর্তা জানান, ঢালাওভাবে গণপরিবহন চালুর অনুমতি দেয়া হয়নি এবং এ সংক্রান্ত বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। শুধুমাত্র রপ্তানিমুখী শিল্প কারখানার কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে গণপরিবহন চালু করা হয়েছে।

[৫] তিনি জানান, দেশের যে কোনো জেলা থেকে রাজধানীতে যদি গার্মেন্টস বা কল-কারখানার শ্রমিকদের আনা নেওয়ার জন্য কোনো সহায়তা প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে জেলা প্রশাসন সহায়তা করবে। মৌখিকভাবে এ বিষয়ে অনুমতি দেয়া হয়েছে।

[৬] এদিকে শনিবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ফারুক হাসান কারখানা মালিকদের উদ্দেশে বলেন, বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত গ্রামে অবস্থানরত কোনো শ্রমিক-কর্মচারী কারখানায় কাজে যোগদান করতে না পারলে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। কারখানার আশপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করার জন্য সদস্যদের আহ্বান জানাচ্ছি। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়