মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সকল সংসদ সদস্য ও নির্বাচনী এলাকার জনগণের জন্য পার্লামেন্ট মেম্বার্স ক্লাব একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। বাংলাদেশের সকল ক্লাবের চাইতে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব সব দিক থেকে অনন্য। সকলের অংশগ্রহণ এর মধ্য দিয়ে ভবিষ্যতে এই ক্লাবটি প্রাণবন্ত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।
[৩] স্পিকার শনিবার ( ৩১ জুলাই) পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া-মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এ সময় স্পিকার পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
[৪] তিনি বলেন, যথাযথ আধুনিকায়নের মাধ্যমে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবকে তৈরি করা হয়েছে। এসময় তিনি সংসদ সদস্যগণকে বিভিন্ন প্রয়োজনে ক্লাবটি ব্যবহারের আহ্বান জানান।
[৫] অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম , হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন , হুইপ মাহবুব আরা বেগম গিনি , শেখ সালাউদ্দিন জুয়েল, এ বি তাজুল ইসলাম , খালিদ মাহমুদ চৌধুরী , শরীফ আহমেদ , উপাধ্যক্ষ আব্দুস শহীদ, নসরুল হামিদ বিপু , জুনাইদ আহমেদ পলক , নজরুল ইসলাম বাবু , কাজী ফিরোজ রশীদ, নাহিম রাজ্জাক, শফিকুল ইসলাম শিমুল, রাজী মোহাম্মদ ফখরুল, রুমানা আলীসহ প্রমুখ। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।