লিহান লিমা: [২] মার্কিন বিজ্ঞানীরা বলেছেন, চীন পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংরক্ষণ ও উৎক্ষেপণের সক্ষমতা বাড়িয়েছে। চীনের পারমাণবিক স্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। বিবিসি
[৩] ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (এফএএস) এর এক প্রতিবেদনে বলা হয় চীনের পশ্চিমাঞ্চলের শিনজিয়াং প্রদেশের স্যাটেলাইট ছবি থেকে দেখা গিয়েছে তারা পারমাণবিক ক্ষেপাণাস্ত্র সিলো ক্ষেত্র তৈরি করছে। এটি গত দুই মাসে চীনের পশ্চিমাঞ্চলে নির্মিত দ্বিতীয় সিলো ক্ষেত্র। এই সাইটে ১১০টি সিলো রয়েছে, এর ভূগর্ভস্থ সুবিধার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণের সক্ষমতা।
[৪] ২০২০ সালে পেন্টাগন বলেছিলো চীন একদম নিম্ন পর্যায় থেকে পারমাণবিক ওয়ারহেডের মজুদ দ্বিগুণ করবে। তখন চীনের কাছে ২’শটিরও বেশি ওয়ারহেড ছিলো এবং দেশটি এর সংখ্যা দ্বিগুণের লক্ষ্যমাত্রা নিয়েছিলো। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে প্রায় ৩ হাজার ৮’শটি ওয়ারহেড রয়েছে।
[৫] গত মাসে ওয়াশিংটন পোস্ট জানায়, গানসু প্রদেশের ইউয়েনের মরুভূমিতে একটি সাইটে ১২০টি সিলো স্পট করা হয়েছিলো। এফএএস জানায়, নতুন সাইটটি ইউয়েনের ৩৮০ কিলোমিটার দূরে হামে অবস্থিত।
[৬] যুক্তরাষ্ট্র ও রাশিয়া যখন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই এই খবরটি আসলো। চীন এখন পর্যন্ত অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় অংশ নেয় নি।