শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌম্যর উন্নতি, র‌্যাঙ্কিংয়ে আরো পেছালেন মিরাজ

রাহুল রাজ : [২] বেশ কিছুদিন আগে ক্রিস ওকসের উন্নতিতে আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই থেকে চারে নেমে গিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এবার অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউডের উন্নতিতে আরও এক ধাপ পেছালেন বাংলাদেশের এই অফ স্পিনার।

[৩] মিরাজের অবনতি ঘটলেও উন্নতি ঘটেছে সৌম্য সরকারের। জিম্বাবয়ের বিপক্ষে সিরিজে ভালো খেলার পুরষ্কার স্বরূপ র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে তার, এগিয়েছেন ৯ ধাপ।

[৪] বৃহস্পতিবার (২৮ জুলাই) বোলারদের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে পাঁচে অবস্থান করছেন মিরাজ।

[৫] জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে সুবিধা করতে পারেননি মিরাজ। দুই ম্যাচে সুযোগ পেয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন এই অফ স্পিনার। তাতেই আরও একধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন তিনি।

[৬] টি-টোয়েন্টিতে হারলেও ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। যেখানে বল হাতে দাপট দেখিয়েছেন হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। পুরো সিরিজে ২.০৭ ইকোনমি রেটে ৫ উইকেট নিয়েছেন হ্যাজেলউড।

[৭] এর ফলে পাঁচ ধাপ এগিয়েছেন ডানহাতি এই পেসার।তাতে ২০১৮ সালের পর প্রথমবার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ১১ উইকেট নিয়েছেন স্টার্ক।

[৮] তাতে ১০ ধাপ এগিয়ে সেরা দশে প্রবেশ করেছেন বাঁহাতি এই পেসার। ৬৫২ রেটিল পয়েন্ট নিয়ে আটে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে ৭৩৭ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়