শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌম্যর উন্নতি, র‌্যাঙ্কিংয়ে আরো পেছালেন মিরাজ

রাহুল রাজ : [২] বেশ কিছুদিন আগে ক্রিস ওকসের উন্নতিতে আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে দুই থেকে চারে নেমে গিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এবার অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউডের উন্নতিতে আরও এক ধাপ পেছালেন বাংলাদেশের এই অফ স্পিনার।

[৩] মিরাজের অবনতি ঘটলেও উন্নতি ঘটেছে সৌম্য সরকারের। জিম্বাবয়ের বিপক্ষে সিরিজে ভালো খেলার পুরষ্কার স্বরূপ র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে তার, এগিয়েছেন ৯ ধাপ।

[৪] বৃহস্পতিবার (২৮ জুলাই) বোলারদের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে পাঁচে অবস্থান করছেন মিরাজ।

[৫] জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে সুবিধা করতে পারেননি মিরাজ। দুই ম্যাচে সুযোগ পেয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন এই অফ স্পিনার। তাতেই আরও একধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন তিনি।

[৬] টি-টোয়েন্টিতে হারলেও ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। যেখানে বল হাতে দাপট দেখিয়েছেন হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। পুরো সিরিজে ২.০৭ ইকোনমি রেটে ৫ উইকেট নিয়েছেন হ্যাজেলউড।

[৭] এর ফলে পাঁচ ধাপ এগিয়েছেন ডানহাতি এই পেসার।তাতে ২০১৮ সালের পর প্রথমবার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ১১ উইকেট নিয়েছেন স্টার্ক।

[৮] তাতে ১০ ধাপ এগিয়ে সেরা দশে প্রবেশ করেছেন বাঁহাতি এই পেসার। ৬৫২ রেটিল পয়েন্ট নিয়ে আটে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে ৭৩৭ রেটিং নিয়ে শীর্ষে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়