রাশিদ রিয়াজ : ইরানের আরদাবিল রোডস এন্ড ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের মহাপরিচালক কালিমোল্লাহ ভোসাঘি এ তথ্য দিয়ে বলেন চলতি ফার্সি বছরের প্রথম চার মাসে রপ্তানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩৫ শতাংশ বেশি। তিনি বলেন ওই ট্রার্মিনাল দিয়ে ১ লাখ ৬০ হাজার টন মালামাল ৭ হাজার ১৩৮টি ট্রাকে করে গত বসন্তে রপ্তানি হয়। এসব রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কৃষি পণ্য, গ্লাস, চিপবোর্ড, গ্যাসোলিন, বিল্ডিং স্টোন, টাইলস, খেজুর, লবণ ও লৌহজাত পণ্য। আজারবাইজান, রাশিয়া, জর্জিয়া ও ককাশাসে এসব পণ্য রপ্তানি হয়। আরদাবিল থেকে বিলেহ সাভার টার্মিনাল ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। ইরান প্রেস