শ্রাবণী কবির: [২] ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৪২ জন। শনিবারের তুলনায় কিছুটা বেড়েছে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৯০১। বর্তমানে মোট সক্রিয় রোগির সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২১২। এনডিটিভি
[৩] আনন্দবাজার পত্রিকার তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৫৩৫ জন। এনিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৫৫১।
[৪] ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমে হয়েছে ৬.৮৮ শতাংশ। সুস্থ হয়েছে ৩৯ হাজার ৯৭২ জন। এখনো পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৩ কোটি ৫ লাখ ৪৩ হাজার ১৩৮ জন। ২৪ ঘণ্টায় টিকা গ্রহণ করেছে ৫১ লাখ ১৮ হাজার ২১০ জন এবং মোট টিকা নিয়েছে ৪৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৮৬৪ জন। সম্পাদনা : সাকিবুল আলম