আব্দুল্লাহ মামুন: [২] শুভেচ্ছা উপহার হিসেবে ব্রæনাই দারুসসালাম-এর সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু'ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা'দুল খাইরি ওয়াদ্দিনের জন্য ১ হাজার কেজি ‘হাড়িভাঙ্গিা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশের মিশন এক বার্তায় নিশ্চিত করেছেন এই তথ্য। কালের কন্ঠ।
[৩] বার্তায় বলা হয়েছে, ২৪ জুলাই উপহারের আমগুলো বাংলাদেশ হাইকমিশন ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। এরপর উপহারের আমগুলো সরাসরি দেশটির সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নেয়া হয়।
[৪] এর আগে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্যও উপহার হিসেবে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরটিভি অনলাইন।