সুমাইয়া ঐশী: [২] ফ্লোরিডার মিয়ামিতে গত ২৪ জুন এই ভবনধসে এখন পর্যন্ত মোট ৯৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সেখানে উদ্ধার করার মতো আর কেই নেই জানিয়ে শুক্রবার উদ্ধার অভিযানে ইতি টানা হয়েছে। দুর্ভাগ্যক্রমে ভবনটি থেকে কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বিবিসি
[৩] উদ্ধারকাজ শেষ হওয়ার পর দমকলকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। দমকল বাহিনীর প্রধান অ্যালেন চমিনস্কি বলেন, গোটা দমকল বাহিনীর কাছে এটি ছিলো একটি অন্যরকম পরিস্থিতি। মিয়ামি-ডাডে দমকল বাহিনীর প্রতিনিধিত্ব করা সকল নারী ও পুরুষ কর্মীর জন্য আমি গর্বিত। এপি নিউজ
[৪] ২৪ জুন মিয়ামির ঐ ভবনের একাংশ ধসে পড়ে। ঝুঁকিপূর্ণতা বিবেচনায় দাঁড়িয়ে থাকা অন্য অংশটিও ভেঙে ফেলা হয় ৪ জুলাই। ঝড় এবং অন্যসব ঝুঁকির মধ্যেই ঘটনাস্থল থেকে মোট ১৩ হাজার টন ধ্বংসাবশেষ সরানো হয়েছে। সেগুলো পাঠানো হয়েছে রাজ্যের ওয়্যারহাউজে। সেখানে পরবর্তী পরীক্ষা-নীরিক্ষার জন্য ব্যবহার করা হবে এর বিভিন্ন অংশ।