আসিফুজ্জামান পৃথিল: [২]কারা কর্তৃপক্ষ বলছে, দাঙ্গা হয়েছে [৩] শুক্রবার কারাগারটির ভিতর থেকে জান্তাবিরোধী শ্লোগান দেয়া হয়। বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে অবস্থিত এই কারাগারে রাখা হয়েছে অভ্যুত্থানের পর গ্রেপ্তার করা বিরোধী নেতাকর্মীদের। অধিকারকর্মীরা বলছেন, করোনা সংক্রমণ দেখা দেয়ায় ওই জেলখানার ভিতরে পরিস্থিতির ভয়াবহ অবনতি হচ্ছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন কারাবন্দিরা। রয়টার্স
[৪] অভ্যুত্থানের পর মিয়ানমারে এটাই এ ধরনের প্রথম বিক্ষোভ । দেশটিতে প্রতিদিনই জনগণ সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছে। তারই অংশ হিসেবে ঔপনিবেশিক আমলের ইনসেইন কারাগারের ভেতর থেকে যেসব ভিডিও বাইরে এসেছে তাতে বিক্ষোভকারীদের ওইসব ¯েøাগান দিতে দেখা যায়। থাইল্যান্ডভিত্তিক অধিকার বিষয়ক গ্রæপ অ্যাসিসট্যান্স এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) বলেছে, এই বিক্ষোভ শুরু হয় নারী বন্দিদের বøক থেকে। পরে তাতে সমর্থন দেন বেশ কিছু কারারক্ষী। টাইমস অব ইন্ডিয়া
[৫] মিয়ানমার প্রিজন ডিপার্টমেন্টের ডেপুটি পরিচালক চ্যান নিইন কাইওয়া রাষ্ট্র পরিচালিত মিডিয়া মায়াবতীকে বলেছেন, জেলখানার ভিতর দাঙ্গা হয়েছে। এ নিয়ে সমঝোতার চেষ্টা চলছে এবং বন্দিদের দাবি ও অনুরোধ মেনে নেয়ার চেষ্টা চলছে।
[৬] এএপিপি বলেছে, শুক্রবার দিনের শুরুতে ওই কারাগারে প্রবেশ করে সেনাবাহিনী। তারা স্টাফদের অস্ত্রশস্ত্র জব্দ করেছে। এ বিষয়ে ফোন করা হলে তার উত্তর দেননি জেল মুখপাত্র জাওয়া জাওয়া। তবে তিনি স্থানীয় মিডিয়াকে বলেছেন, বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়েছে।