শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২১, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শোয়েব আখতার বললেন, ভারতকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : [২] সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরটা একদমই ভালো কাটেনি পাকিস্তান ক্রিকেট দলের। ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছে তারা। সবমিলিয়ে ছয় ম্যাচে জয় মাত্র ১টিতে, হেরেছে বাকি পাঁচ ম্যাচ। তার মধ্যে ওয়ানডে সিরিজে ছিল ইংল্যান্ডের দ্বিতীয় বা তৃতীয় সারির দল।

[৩] নিজ দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পরেও উচ্চবাচ্য থামছে না পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের। ইংল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টিতে হারানোর পর তিনি বলেছিলেন, টি-টোয়েন্টিতে পাকিস্তানের চেয়ে সেরা দল নেই আর কোনো।

[৪] কিন্তু এর পরের দুই ম্যাচেই পাকিস্তানকে নাকানিচুবানি খাইয়েছে ইয়ন মরগ্যানের ইংল্যান্ড। এবার নতুন আরেক মন্তব্য করলেন শোয়েব। তার মতে, আরব আমিরাত ও ওমানে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান।

[৫] বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে স্পোর্টস তাক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, আমার মনের মধ্যে একটা অনুভূতি হচ্ছে যে, পাকিস্তান ও ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে। যেখানে পাকিস্তান জিতবে। আমিরাতের কন্ডিশন ভারত-পাকিস্তান দুই দলকেই সাহায্য করবে।

[৬] অথচ অতীত ইতিহাস বলছে বিশ্বকাপের ম্যাচে এখনও পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি পাকিস্তান। এখনও পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে মোট ১১ বার মুখোমুখি হয়েছে এ চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। যেখানে সবকয়টিতেই জিতেছে ভারত। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপে ছয়টি ও টি-টুয়েন্টি বিশ্বকাপে জিতেছে পাঁচটি ম্যাচে।

[৭] এদিকে ফাইনালে দেখা না হলেও, গ্রুপপর্বে ঠিকই দেখা হবে ভারত-পাকিস্তানের। আইসিসি প্রকাশিত বিশ্বকাপের গ্রুপ দুইয়ে রয়েছে ভারত ও পাকিস্তান। যেখানে তাদের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এছাড়া রাউন্ড-১ থেকে আসা দুই দলও যুক্ত হবে এই গ্রুপে। জি নিউজ/ অধিকার

  • সর্বশেষ
  • জনপ্রিয়