নিজস্ব প্রতিবেদক: [২] সিরিজ জয়ের ম্যাচে টসে হেরে প্রথমে হারারা স্পোর্টস ক্লাবে ফিল্ডিং করতে নেমে মারুমারিকে ৩ রানে মাহাদি হাসান বোল্ড করে বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন। দলীয় ষষ্ঠ ওভারে সাকিব নিজের প্রথম ওভারে বল করতে এসে চাকাভাকে ১৪ রানে নিজের ঝুলিতে তুলে নেন।
[৩]মাদভেরি ও মারার্স অপরাজিত আছেন।
[৪]স্কোর : ৬ ওভার শেষে ২ উইকেটে ৪৮