শিরোনাম
◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা 

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহাকাশ ভ্রমণ থেকে ফিরেই বেজোসের আরো ২শ মিলিয়ন ডলার দান

রাশিদুল ইসলাম : [২] সিএনএন’এর এই দুই কন্ট্রিবিউটর হলেন ভ্যান জোন্স ও সেফ জোসে আন্দ্রেস। অ্যামাজনের মালিক জেফ বেজোসের দেওয়া পুরস্কারের টাকা ইচ্ছে মত তারা খরচ করতে পারবেন। সিএনএন

[৩] বেজোস বলেন ইচ্ছে করলে তারা এই অর্থ নিজেদের দাতব্য কাজে ব্যয় করতে পারেন। সাংবাদিক সম্মেলনে বেজোস বলেন, ইচ্ছে করলে তারা নিজেদের মধ্যে এ অর্থ ভাগাভাগি করে নিতে পারেন।

[৪] ‘কারেজ এন্ড সিভিলিটি এ্যাওয়ার্ড’ হিসেবে এ অর্থ তাদের দেওয়া হয়েছে বলেও জানান বেজোস। বেজোস বলেন সিএনএন’এর এই দুই কন্ট্রিবিউটর অসামান্য সাহস দেখিয়েছেন। তাদের এই সাহসকে সন্মান জানাতেই এ অর্থ দেওয়া হয়েছে। আমাদের এমন মানুষ প্রয়োজন যারা তাদের বিশ্বাসকে অক্ষুণ্ন রেখে কঠিন পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে পারে। দুভ্যাগ্যবশত এমন মানুষ আজকের বিশ্বে খুবই বিরল।

[৫] পুরস্কার পেয়ে জোন্স বলেন মনে হচ্ছে কখনো কখনো স্বপ্ন সত্যি হয়ে যায়। আন্দ্রেস ক্ষুধার্তদের খাবার দিয়ে সাহায্য করছেন। তিনি বলেন এ পুরস্কার আমাদের নতুন অধ্যায় শুরু করতে সাহায্য করবে।

[৬] এদিকে দিন কয়েক আগে ওয়াশিংটনের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম স্মিথসোনিয়ামকে ২০০ মিলিয়ন ডলারের অনুদানের কথা ঘোষণা করে জেফ বেজোস। আমাজন ও অরিজিনের প্রতিষ্ঠাতা কর্তৃক বুধবার ঘোষিত এই অনুদান প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। এএফপি

[৭] এই অনুদানের ৭০ মিলিয়ন ডলার খরচ হবে স্মিথসোনিয়ামের নবায়ন কার্যক্রমে। বাকি ১৩০ মিলিয়ন ডলার দিয়ে নির্মিত হবে একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান। আর নতুন প্রতিষ্ঠানটির নামকরণ হবে বেজোসের নামেই-যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্প ও গণিতের ওপর পড়াশোনা করবে শিক্ষার্থীরা।

[৮] স্মিথসোনিয়ানের সবিচ লনি বাঞ্চ বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই আমাদের এই প্রতিষ্ঠান দূরদর্শী দাতাদের দানে সিক্ত ও উপকৃত হয়েছে। আর এই ঐতিহাসিক দান থেকে আমরা এমন একটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান পাব, যা থেকে উপকৃত হবে সারা বিশ্ব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়