শিরোনাম
◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ ◈ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন 

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহাকাশ ভ্রমণ থেকে ফিরেই বেজোসের আরো ২শ মিলিয়ন ডলার দান

রাশিদুল ইসলাম : [২] সিএনএন’এর এই দুই কন্ট্রিবিউটর হলেন ভ্যান জোন্স ও সেফ জোসে আন্দ্রেস। অ্যামাজনের মালিক জেফ বেজোসের দেওয়া পুরস্কারের টাকা ইচ্ছে মত তারা খরচ করতে পারবেন। সিএনএন

[৩] বেজোস বলেন ইচ্ছে করলে তারা এই অর্থ নিজেদের দাতব্য কাজে ব্যয় করতে পারেন। সাংবাদিক সম্মেলনে বেজোস বলেন, ইচ্ছে করলে তারা নিজেদের মধ্যে এ অর্থ ভাগাভাগি করে নিতে পারেন।

[৪] ‘কারেজ এন্ড সিভিলিটি এ্যাওয়ার্ড’ হিসেবে এ অর্থ তাদের দেওয়া হয়েছে বলেও জানান বেজোস। বেজোস বলেন সিএনএন’এর এই দুই কন্ট্রিবিউটর অসামান্য সাহস দেখিয়েছেন। তাদের এই সাহসকে সন্মান জানাতেই এ অর্থ দেওয়া হয়েছে। আমাদের এমন মানুষ প্রয়োজন যারা তাদের বিশ্বাসকে অক্ষুণ্ন রেখে কঠিন পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে পারে। দুভ্যাগ্যবশত এমন মানুষ আজকের বিশ্বে খুবই বিরল।

[৫] পুরস্কার পেয়ে জোন্স বলেন মনে হচ্ছে কখনো কখনো স্বপ্ন সত্যি হয়ে যায়। আন্দ্রেস ক্ষুধার্তদের খাবার দিয়ে সাহায্য করছেন। তিনি বলেন এ পুরস্কার আমাদের নতুন অধ্যায় শুরু করতে সাহায্য করবে।

[৬] এদিকে দিন কয়েক আগে ওয়াশিংটনের ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম স্মিথসোনিয়ামকে ২০০ মিলিয়ন ডলারের অনুদানের কথা ঘোষণা করে জেফ বেজোস। আমাজন ও অরিজিনের প্রতিষ্ঠাতা কর্তৃক বুধবার ঘোষিত এই অনুদান প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। এএফপি

[৭] এই অনুদানের ৭০ মিলিয়ন ডলার খরচ হবে স্মিথসোনিয়ামের নবায়ন কার্যক্রমে। বাকি ১৩০ মিলিয়ন ডলার দিয়ে নির্মিত হবে একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান। আর নতুন প্রতিষ্ঠানটির নামকরণ হবে বেজোসের নামেই-যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্প ও গণিতের ওপর পড়াশোনা করবে শিক্ষার্থীরা।

[৮] স্মিথসোনিয়ানের সবিচ লনি বাঞ্চ বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই আমাদের এই প্রতিষ্ঠান দূরদর্শী দাতাদের দানে সিক্ত ও উপকৃত হয়েছে। আর এই ঐতিহাসিক দান থেকে আমরা এমন একটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান পাব, যা থেকে উপকৃত হবে সারা বিশ্ব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়