শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২১ জুলাই, ২০২১, ১১:০২ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২১, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিনে দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ১৫২ জনের মৃত্যু

সাদেক আলী, জেরিন আহমেদ : প্রতিদিনই নতুন করে রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এই ভাইরাস। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা। ভাইরাসটির নতুন ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

বরিশাল: বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু। বুধবার (২১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। এই সময় বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৬৩ জনে।

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯০ জন। বুধবার (২১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার ৫৬১ জন এবং উপজেলায় ২২৯ জন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯১টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ।
বুধবার (২১ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান বলে জানান তিনি।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২১ জুলাই) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু। এদের মধ্যে ৯ জন করোনায় ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

খুলনা: করোনা ও উপসর্গে খুলনা বিভাগে ৬ জনের মৃত্যু।

মেহেরপুর: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর: ফরিদপুরে ঈদের দিনে করোনায় মারা গেছেন আরও ৯ জন।

টাঙ্গাইল: এছাড়াও গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আর ৯৫ জন।

নেত্রকোনা: গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় নতুন করে করোনা শনাক্ত ২৬ হয়েছেন। এছাড়া মারা গেছেন আরও ৩ জন।

বগুড়া: বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১ জনের উপসর্গ এবং ৭ জন করোনায় মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়