শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিক্রি বাড়ছে পশুরহাটে, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

সুজিৎ নন্দী: [২] রাজধানীতে পশুরহাট শুরু হলেও কাঙ্খিত পরিমাণে বিক্রি করতে পারেননি বিক্রেতারা। সোমবার (১৯ জুলাই) ঈদের দুদিন আগে বিক্রি কিছুটা বাড়তে শুরু করেছে। জমজমাট হচ্ছে পশুরহাট। ঈদের মাঝে আর একদিন বাকি থাকায় এখন যেসব ক্রেতা আসছেন, তারা অধিকাংশই পশু কিনে ঘরে ফিরছেন। ফলে সোমবার সকাল থেকে বেড়েছে বিক্রি ।

[৩] এদিকে দাম কিছুটা চড়া বলে অভিযোগ ক্রেতাদের। ক্রেতাদের আগ্রহ ৮০ হাজার থেকে একলাখ টাকার গরু। ইজারাদারা জানান, গতবারের চেয়ে পশুর দাম বেড়েছে ১০ ভাগ।

[৪] নগরীর গোলাপবাগস্থ দক্ষিণ সিটি করপোরেশনের মার্কেটের পেছনে, উত্তর শাহজানপুর, ভাটারা (সাঈদনগর), ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব এবং লালবাগের রহমতগঞ্জ ক্লাব পশুরহাট ঘুরে এ রকম চিত্র দেখা যায়।

[৫] ইজারাদাররা জানান, গত দুইদিন একদমই বিক্রি ছিলো না। শেষ মুহূর্ত হওয়ায় সোমবার সকাল থেকে বিক্রি বেড়েছে। মঙ্গলবার বিক্রি আরো ভালো হবে।

[৬] এদিকে গরুর দাম বেশি হওয়ায় শেষ মুহূর্তে দাম কমার অপেক্ষায় অনেক ক্রেতারা। হাট থেকে গরু না কিনে ফিরা একজন ক্রেতা জানান, তিনদিনে হাটে এলাম। দাম ধীরে ধীরে কমছে। যতো গরু এসেছে, সেই তুলনায় ক্রেতা কম। শেষ দিন কিনবো।

[৭] তিনি বলেন, আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি, যেনো তারা করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় কম মুনাফায় গরু বিক্রি করেন। তাতে ক্রেতা-বিক্রেতা উভয়ই লাভবান হবেন। এ বছর গরুর দাম বেশি হওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। এ জন্য এখন পর্যন্ত বিক্রির পরিমাণ অন্যান্য বছরের তুলনায় কম।

[৮] ব্যাপারীরা শঙ্কা জানিয়ে বলেছেন, করোনার কারণে ক্রেতার উপস্থিতি সরবরাহের তুলনায় কম হলে শেষ দিন দাম নেমে যেতে পারে। সেক্ষেত্রে লোকসানের শঙ্কা রয়েছে।

[৯] প্রতিটি হাটে ঢোকা ও বের হওয়ার জন্য পৃথক গেট করা হয়েছে। প্রায় হাটে মাইকিং হচ্ছে, নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রেখে হাঁটে প্রবেশ-বের হবার জন্য। বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের হাটে প্রবেশ করতে নিষেধ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়