শিরোনাম

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৫:৪৩ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেলের দাম নিয়ন্ত্রণে নতুন চুক্তির জন্য সম্মত হয়েছে উৎপাদনকারী দেশগুলো

রাকিবুল আবির: [২] বিশ্ব অর্থনীতিতে তেলের দাম হ্রাস এবং তেলের চাপ কমানোর লক্ষ্যে মোট উৎপাদন বাড়ানোর বিষয়ে একমত প্রকাশ করেছে তেল উৎপাদনকারী দেশগুলো। বিবিসি

[৩] করোনা মহামারির কারণে গত দুই বছরে তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় ওপেক কার্টেল এবং রাশিয়ার মত অংশীদাররা আগস্ট থেকে তেল সরবরাহ আরো বাড়িয়ে দিবে। যার প্রভাব পড়বে পেট্রোল পাম্পগুলোতে। এবছর তেলের দাম ব্যারেল প্রতি ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এবছরে তেলের দাম বৃদ্ধির কারণে অর্থনৈতিক চাকা আবার ঘুরতে শুরু করেছে।

[৪] তেল উৎপাদক দেশগুলো এই হ্রাস-বৃদ্ধির বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তেলের দাম নিয়ন্ত্রণের জন্য নতুন চুক্তিতে আবদ্ধ হচ্ছে তেল উৎপাদনকারী দেশগুলো। নতুন এই চুক্তির আওতায়, ওপেক এবং তার অংশীদাররা বাজার স্থিতিশীল রাখতে সহায়তার জন্য ২০২১ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন আরো দুই মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ বাড়িয়ে দিতে সম্মত হয়েছে। সম্পাদনা: নুরে আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়