নিউজ ডেস্ক: টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাশার আল আসাদ। এ বছরের ২৬ মে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১৭ জুলাই) দেশটির সংসদে শপথ গ্রহণের মাধ্যমে আরও সাত বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন তিনি। সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।
এবারের নির্বাচনে ৭৮ দশমিক ৬৬ শতাংশ ভোট পড়ে। এর মধ্যে ৯৫ দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন বাশার। তবে এ নির্বাচনকে কারচুপির নির্বাচন আখ্যা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালিসহ পশ্চিমা অনেক রাষ্ট্র। তাদের মতে, নির্বাচনে জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করা হয়েছে। ডিবিসি
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বাশার আল-আসাদ। ৫৫ বছর বয়সী বাশার ২০০০ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বাশারের বাবা হাফিজ আল আসাদ প্রায় ২৫ বছর সিরিয়া শাসন করেছেন। বাবার পর দায়িত্ব নেন বাশার আল-আসাদ। প্রায় দশ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে।