রাজু আহমেদ: [২] চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী অভিযান জরিমানা করা হয়েছে ৪১ হাজার টাকা এ সময় দুই জনকে আটক করা হয়।
[৩] আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল্লাহ নূরীর নেতৃত্বে রিয়াজউদ্দিন বাজারের ৭ টি গোডাউন ও ৫ টি দোকান হতে ১০ টন সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, এ সময় ২ মামলায় দুইজনকে আসামি করা হয় এবং ৪১ হাজার টাকা জরিমানা করে জরিমানা আদায় করা হয়।
[৪] অভিযানে সহযোগিতা করেন ৪১ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন , এ সময় পরিবেশ অধিদপ্তরের ৭ সদস্যের একটি টিম ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ জন সেবক ও ৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নূরী বলেন এ অবৈধ পলিথিন বিরোধী অভিযান চলমান থাকবে।