শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ ◈ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী কারা, দেখুন তালিকা ◈ ‘আপনি বেশি কথা বলেন, আদালত বিব্রত হয়’: আইনজীবী আমির হোসেনকে ট্রাইব্যুনাল ◈ সালাহউদ্দিন আহমদ যে আসনের প্রার্থী হয়েছেন  ◈ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে ১২ প্রতিষ্ঠানের আবেদন ◈ খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ ও তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী ◈ ধর্মীয় আপত্তির মুখে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল করল সরকার ◈ বিদেশে প্রশিক্ষণে কোটি টাকা ব্যয়, মাঠপর্যায়ে ফল শূন্য ◈ নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে পারে? ◈ গেইল-থিসারা পেরেরাদের হোটেলে রেখে পালিয়ে গেছে আয়োজকরা, এই লিগে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ১০:১০ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুপুরে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: [২] একমাত্র টেস্টে ২২০ রানের তরতাজা জয় নিয়ে এবার ওয়ানডের লড়াইয়ে নামছে বাংলাদেশের ওরা ১১ জন। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার (১৬ জুলাই) হারাতে জিম্বাবুয়ের মোকাবিলা করবে লাল-সবুজের দল। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। সরাসরি স¤প্রচার করবে জিটিভি ও টি-স্পোর্টস। অনলাইনে দেখা যাবে র‌্যাবিট হোল বিডির ইউটিউবে।

এক দিনের ক্রিকেটে এটি হবে দুই দেশের মধ্যে ৭৩তম লড়াই। এর আগে ৭২ সাক্ষাতে বাংলাদেশ ৪৪টি এবং জিম্বাবুয়ে ২৮টি ম্যাচ জিতেছে। তবে এই দুই দল সর্বশেষ মোকাবিলা করেছে ২০১৯ সালে। ওই সাক্ষাতে তিন ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে।

ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লাল-সবুজরা। যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে ম্যাচগুলো। সংক্ষিপ্ত ফরম্যাটের তিন ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

এবার জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয় খুব একটা সহজ হবে না। টাইগার শিবিরে নেই দলের নির্ভরযোগ্য মিডলঅর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার বাবা ও মা কোভিড আক্রান্ত হওয়ায় দেশে ফিরে এসছেন। বাংলাদেশের বোলিং লাইনেও দেখা দিয়েছে আরেক সমস্য। দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমান অনুশীলন ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। সিসিরজে প্রথম ওয়ানডে আজ খেলতে পারছেন না তিনি। তারপরেও দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ জিম্বাবুয়ে বিরুদ্ধে সিরিজ জিতবে বলে মনে করেন অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়