শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ১০:১০ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুপুরে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: [২] একমাত্র টেস্টে ২২০ রানের তরতাজা জয় নিয়ে এবার ওয়ানডের লড়াইয়ে নামছে বাংলাদেশের ওরা ১১ জন। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার (১৬ জুলাই) হারাতে জিম্বাবুয়ের মোকাবিলা করবে লাল-সবুজের দল। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। সরাসরি স¤প্রচার করবে জিটিভি ও টি-স্পোর্টস। অনলাইনে দেখা যাবে র‌্যাবিট হোল বিডির ইউটিউবে।

এক দিনের ক্রিকেটে এটি হবে দুই দেশের মধ্যে ৭৩তম লড়াই। এর আগে ৭২ সাক্ষাতে বাংলাদেশ ৪৪টি এবং জিম্বাবুয়ে ২৮টি ম্যাচ জিতেছে। তবে এই দুই দল সর্বশেষ মোকাবিলা করেছে ২০১৯ সালে। ওই সাক্ষাতে তিন ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে।

ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লাল-সবুজরা। যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে ম্যাচগুলো। সংক্ষিপ্ত ফরম্যাটের তিন ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

এবার জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয় খুব একটা সহজ হবে না। টাইগার শিবিরে নেই দলের নির্ভরযোগ্য মিডলঅর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার বাবা ও মা কোভিড আক্রান্ত হওয়ায় দেশে ফিরে এসছেন। বাংলাদেশের বোলিং লাইনেও দেখা দিয়েছে আরেক সমস্য। দেশসেরা পেসার মুস্তাফিজুর রহমান অনুশীলন ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। সিসিরজে প্রথম ওয়ানডে আজ খেলতে পারছেন না তিনি। তারপরেও দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ জিম্বাবুয়ে বিরুদ্ধে সিরিজ জিতবে বলে মনে করেন অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়